আমাদের কথা খুঁজে নিন

   

সন্তানকে হত্যার পর টুকরো টুকরো করেছে পিতা

আপনাদের সমর্থন আমাকে লিখার প্রেরনা যোগায়। নিজের ৭ বছরের ফুটফুটে শারীরিক প্রতিবন্ধী পুত্র সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার এক পাষণ্ড পিতা। অসহায় শিশুটিকে শুধু হত্যা করেই ক্ষান্ত হননি তিনি। হত্যার পর ছোট্ট জোরি লিরেটের হাত-পা, মাথা ও শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করেছে পিতা জেরেমিয়াহ লি রাইট (৩০)। নিষ্পাপ জোরির মৃতদেহ খণ্ড-বিখণ্ড করে কয়েকটি আবর্জনা ফেলার প্লাস্টিকে ভরে ফেলে দেন তিনি।

আর জোরির কাটা মাথাটি রেখে দেন রাস্তার পাশে, যাতে তার স্ত্রী তা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজ জানিয়েছে, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী জোরি। বড় অসহায় ছিল সে। হুইল চেয়ার ছিল তার নিত্যসঙ্গী। নলের সাহায্যে তাকে খাওয়াতে হতো।

সন্তানকে হারিয়ে দিশাহারা মা জেসলিন লিরেট বলেন, আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল জোরি। এদিকে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, প্রথমে শিশুটির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়, যা তার মাথায় মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ ঘটায়। তারপর তার হাত-পা ও মাথা কেটে খণ্ডিত করা হয়। থিবোডক্স এলাকার বাসিন্দা রাইটকে ফার্স্ট ডিগ্রি হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত করার পর তাকে ৫০ লাখ ডলার জরিমানা করেছে আদালত। স্থানীয় পুলিশ প্রধান স্কট বলেছেন, এ হত্যার মূল উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।

অবশ্য হত্যাকারী পিতা রাইট পুলিশকে এক স্বীকারোক্তিতে বলেছেন, ছেলের দেখাশোনা করতে করতে ক্লান্ত ও ধৈর্য্যহীন হয়ে পড়ে এ হত্যাকাণ্ড ঘটান তিনি। তিনি বলেন, জোরি মস্তিষ্কের একটি অংশে পক্ষাঘাত জনিত সমস্যা, হার্টের সমস্যা ও কথা বলার সমস্যা নিয়ে জন্মেছিল। খাওয়ার জন্য সবসময় একটি টিউব বা নলের প্রয়োজন হতো তার। সামান্য কয়েকটি কথা বলতে পারতো সে। ওর চলাফেরা করতে সবসময় হুইলচেয়ারের সাহায্য নিতে হতো জোরিকে।

স্কট বলেন, রাইট তার স্বীকারোক্তিতে জানিয়েছে, সন্তানের কাটা মাথাটি সে রাস্তার পাশে রেখে দিয়েছিল, যাতে তার স্ত্রী সেটি দেখতে পান। স্কট জানান, রাইট এ ধরনের অপকর্মের জন্য একটি মাত্র ব্যাখ্যা দিয়েছে। রাইট বলেছেন, সন্তানের কাটা মাথা দেখার পর যাতে তার মা হতভম্ব হয়ে যান, এ জন্যই তিনি এটা করেছেন। স্কট বলেছেন, জোরির এক পা ও এক হাত কাটা অবস্থায় তার মৃতদেহ আবর্জনা ফেলার জন্য ব্যবহৃত কয়েকটি সাদা প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয়। ২০০৮ সালের পর থেকে থিবোডক্স এলাকায় এটাই প্রথম হত্যাকাণ্ডের ঘটনা।

স্কট বলেন, রান্নাঘর থালা-বাসন ধোয়ার কাজে ব্যবহৃত সিঙ্কের ওপর জোরিকে খণ্ডিত করার বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। রাইট পুলিশকে বলেছেন, গত রোববার তার স্ত্রী তার ট্রাকটি মেরামত করার জন্য বাড়ি থেকে বের হওয়ার ৩০ মিনিট পর তিনি শিশুটিকে নির্মমভাবে হত্যা করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.