আমাদের কথা খুঁজে নিন

   

শিশু সন্তানকে নম্রতা শেখানো


শিশু সন্তানকে নম্রতা শেখানো খুব সহজ কাজ আবার খুব কঠিনও। কিভাবে? খুব সহজ কারন শিশুকে যাই শেখাবেন তাই শিখবে। আর খুব কঠিন এই জন্য যে ঐ একই আচরনগুলি আপনাকেও চর্চা করতে হবে। তবে আপনার জন্য কঠিন তখনি হবে যদি আপনি সেটা মন থেকে না চান। আর খুবই সহজ হবে যদি মন থেকে চান।

আর তাই আপনার সন্তানকে যদি নম্রতা ভদ্রতা শেখাতে চান আগে নিজেকে পাল্টাতে হবে। নইলে আপনার শিশু বিভ্রান্ত হবে। যাকে বলে সে কন্‌ফিউজ্ড্‌ থাকবে আপনার শেখানো বিষয়গুলিতে। (১) এই যেমন ধরুন আপনি কি চাইছেন আপনার সন্তান বড়দের দেখলে সালাম দিক বা কেউ সালাম দিলে সে সেই সালামের উত্তর দিক সঠিক করে। খুব সহজ পদ্ধতি এই যে, আপনি সালাম দিন এবং সালামের উত্তর দিন।

শিশুকে বলে বলে শেখাবার দরকার নেই এই আচরনটি। (২) মানুষ মাত্রই নেগেটিভ্‌ আচরনের কাজ করবে সেটা মাথায় রাখবেন। তারমানে আপনার শিশু যখনই কোন নেগেটিভ্‌ আচরনের কাজ করছে/করবে সাথে সাথে হুংকার চিৎকার দেবার কিছু নেই। আর মাইর থাপ্পরতো অবশ্যই নয়। চিৎকারও দিতে নিষেধ করছি আবার মাইর দিতেও নিষেধ করার পরামর্শ দিচ্ছি, তবে করতে বলছিটা কি, তাইতো? ওয়েল, তার কাজটি যে ভালো কাজ নয় সেটা তাকে বোঝান।

বানিয়ে বানিয়ে গল্প বলুন যে ছোট বেলায় আপনি অমন বাজে কাজটা করতে গিয়ে আপনার বা আপনার কোন বন্ধুর কি হয়েছিলো। এইভাবে মোটিভেট করুন। (৩) তার বিভিন্ন ভালো কাজের প্রশংসা করুন। আপনার শিশুটি যে খুবই ভালো মেয়ে/ছেলে সেটা তাকে বলুন। সে যখনই কোন ভালো কাজ করবে অমনি তার কাজের প্রশংসা করুন।

(৪) আপনি যদি কোন প্রকার ভুল করে ফেলেন তবে সরি/দু:খিত বলুন। আপনি সরি বলার অভ্যেস না করলে সেও বলবে না। সে ধরেই নেবে সরি বলা খুবই অপমান জনক কাজ। আর তাই আমরা অনেক সময় যখন কোন শিশুকে সরি বলতে বলি সে কিন্তু নাছর বান্দার মতো রাগ করে থাকে বা জিদ দেখায় কিন্তু তাও সরি বলেনা। আবার হয়তো যখন বলে তখন সে চিৎকার করে কেঁদে বলে।

যেন তার সকল মান সম্মান শেষ হয়ে গেলো। তাই আপনিও সরি বলুন আপনার বিভিন্ন ভুলে। এবং বিশেষ করে আপনার শিশু সন্তানকে শুনিয়ে শুনিয়েই বলুন। আপনি তার মা-বাবা বলে সন্তানকে সরি বলা যাবেনা এমন ধারনা আপনার মাঝে থেকে থাকলে তা ঝেড়ে ফেলুন। (৫) শিশুকে যখন কিছু আদেশ দেবেন 'প্লীজ্‌/দয়াকরে' এই ধরনের শব্দের সাথে তাকে আদেশ করুন।

যাকে বলে পোলাইট হয়ে বলা আর কি। (৬) যদি আপনি হন বাসার বড় কর্তাগনের একজন তবে আপনার প্রভাব শিশুর উপর একটু বেশিই পরতে পারে। আর তাই আপনি কিভাবে বাসার আর সকল সদস্যদের সাথে আচরন করছেন সেটাও খুব জরুরী। এই লেখাটির সর্বশেষ ভার্সন ও আরো বিস্তারিতর জন্য এখানে ক্লীক্‌ করে দেখতে পারেন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.