আমাদের কথা খুঁজে নিন

   

কেন ব্লগ লিখছি?

এক লিটার ''মুভি, আড্ডা, 'আউট' বই, ফেসবুক, The Big Bang Theory'', এক মুঠো ''যা খুশি'' এবং তিন আঙ্গুলের এক চিমটি 'পড়াশুনা' দিয়া জোরে একটা গুটা ফেসবুকে ২/১ টা নোট লিখছিলাম, কারো কারো কাছে সেগুলা ভালো লেগেছিল, কেউ বলল ব্লগে দেয়ার জন্য , মানুষ মজা পাবে (অনেকটা দাওয়াতে গেলে হোস্টের রান্নার প্রশংসা করা যেমন স্বাভাবিক ভদ্রতা তেমন আরকি ) আমিও সেই প্রশংসা শুনে গদগদ । (নিজেকে বুঝ দিলাম এই বলে, যদি ইভা রহমান গান গাইতে পারে, তবে আমারও পুরা হক আছে ব্লগ লেখার, কেউ পড়ুক আর না পড়ুক ) তাছাড়া বিভিন্ন সময় কিছু কথা বলতে মন চায়, যা ফেসবুকের প্লাটফর্মে দেয়ার পরেও আরো বেশী মানুষের সাথে শেয়ার করতে মন চায়। হুমায়ূন আহমেদ এর বইয়ে পড়েছিলাম , প্রেমপত্রের গুরুত্ব শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ। বেশীরভাগ ব্লগের লেখার গুরুত্ব শুধু লেখকের কাছেই। ব্লগ লেখক হিসেবে নবীশ হলেও নিয়মিত পড়ি প্রায় এক বছর। বেশীর ভাগ সময়ই বাসে বা ট্রেনে যাতায়াতের সময় ( কিংবা ব্লা ব্লা ব্লা টাইপ কোন লেকচারের মাঝে ) অক্কে, বহুত গেজাইছি, এখন দেখি কবে সেফ হই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।