আমাদের কথা খুঁজে নিন

   

চেক দিও না মন্ত্রি যাবে।। ভালোবেসো না খেলায় হারবে..

আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... চোখে তাকিয়ো না আমার চোখে কাজল তোমার আজ কাজল আমার একমাত্র শত্রু সয্য হয় না একদম তাই কি আজ এমন ভালো করেই প্রতিদন্ধি হলে হলো কি ডানে নিলে কেনো ঘোড়া ? না শিক্ষা দিচ্ছি না কিন্তু জানোতো এখনো তুমি অনেক কাচাঁ একজনকে ছাড়ো এবার হয় হাতি না হয় ঘোড়া ও্য়াও জানো আমার মাথায় আসেনি ব্যাপারটা একদম যাঃ বাবা শুধু শুধু হাতিটা গেলো এই তুমি আমাকে ভালোবাসোনা? দাও না আরেকটা চ্যান্স একটা না হয় তুমিও পাবে। জানোতো দেখাতে না দেখাতে, তোমার চোখের মনিতে আমিই থাকি। একি চোখ চলছল কেনো? আজিব হারবে কেনো! আর যদি হারই, আমার কাছেই তো হারলে! তাতে লজ্বা কিসের বলো? হুম কিস্তি সামলাও প্রেম পরে হবে! বাহ বেশতো তুমি আসলেই শিখে গেছো, এভাবে না ওভাবে দুই ঘর পিছনে নিয়ে যাও হুম এখন আর আমার কথা শুনবে কেনো? এখন তুমিই জানো কিভাবে? না গালে হাত দিবে না এখন! এখন আদর করতে হবে না, আগে জিতি বা হারি তারপরে আদর। শোন কাল সন্ধে বেলা তোমার কথা ভীষন মনে হচ্ছিলো এই দাবার দানের দিকে তাকিয়ে তুমি অইপারে থাকলেও কেনো জানি মনে হয় ওই পাড়ের সব গুটির মালিক ও আমি একি না আমি একদম অপ্রস্তুত ছিলাম আসলে ভাবিনি খেলা নিয়ে তোমাতে মিলিয়ে গেছিলাম দেখো তুমি কিন্তু সুজোগ নিলে বেশ তাহলে এমন করেই সুজোগ নিও আমায় শুধু একটু খানি ভালো তোমায় বাসতে দিও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।