আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মানুষ এবং গোল্ডফিশ

ভালো লাগে ভ্রমন করতে, ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে, অবসর সময় ফেইসবুকে চ্যাটিং করি, সময় পেলে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে কাজ করি। বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ একবার লিখেছিলেন, বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি গোল্ডফিশের মতো। গোল্ডফিশ কয়েক সেকেন্ড আগের ঘটনাও মনে রাখতে পারে না। অ্যাকুরিয়ামের এক পাশ থেকে আরেক পাশে যেতে যেতে তার মনে হয়, অনন্ত সাগরে ভাসছি! হুমায়ূন আহমেদ কথাটা বলেছিলেন মানুষের রাজনৈতিক ভাবনা প্রসঙ্গে। আসলে যখন যেটির শিরোনাম হয়, সরকার এবং সব মহল সেটা নিয়েই মাতামাতি করে বেশী ।

শুধু এই একটা সমস্যা কি ? সড়ক বিভাগের এরকম অনেক রাস্তা - ঘাটই আছে , যা তৈরী বলেন, আর মেরামতই বলেন, কাজ শেষে একতবার বর্ষা হলেই সব দায় বর্ষার ঘাড়ে চাপিয়ে দিয়ে এভিভাগের প্রকেৌশলীরা এবং সংশ্লিষ্টজনেরা সবাই তাদের ট্যাকে গোজা খাবার হজম করেন। এরকম আরো অনেক রকম পুকুর চুরি হয়ে যাচ্ছে সেই ৪০ বছর ধরেই- জনগনের সেবার নামে । সরকার আসে, সরকার যায়। সরকারের একমাত্র প্রধান এজেন্ডা থাকে বিরোধী দলকে মুগুর মেরে ঠান্ডা করে রাখা। আর সরকারের এ রোগটা এদেশের কিছু মানুষ খুব পছন্দ করে এবং খুব সুকেৌশলে কেবল একমাত্র এজেন্ডা বাস্তবায়নে সরকারকে ব্যস্ত রাখার কাজটা করে ।

সরকার যত মাতাল হয়, গোটা প্রশাসন ব্যবস্থা এবং যে যেখানে সরকারী চেয়ারে বসে জনগনের টাকায় বেতন খান, জনগনের টাকার প্রকল্প বাস্তবায়নের নামে মেরে খান, ততোই তাদের সুবিধা । একা বেটা মন্ত্রী সাহেব কি করবেন ? তিনি তো আর আসমান থেকে আসেন নি ? আসলে এখন দরকার এমন একটা বিপ্লব, যা সব কিছু বদলে দেবে । এসব উচ্ছিষ্ট ছুড়ে ফেলার সময় কি এখনো হয় নি জাতির ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.