আমাদের কথা খুঁজে নিন

   

BTCL এর বোকামি....?????

যারা জানেন না তারা কিছুটা হয়ত অবাক হবেন। হ্যা এটা সত্যি যে শুধুমাত্র TNT নাম্বার এর মাধ্যমে ব্যাবহারকারীর নাম, ঠিকানা, বিল সহ নানা তথ্য জানা যাবে। সবচেয়ে মজার বিষয় হলো যে এটার মাধ্যমে আপনি আপনার আসন্ন টেলিফোন বিল জেনে নিতে পারবেন । তাহলে চলুন BTCL এর বোকামির সুযোগের সদ্ব্যবহার করি। 1. http://203.112.222.42/ প্রথমে এই অ্যাড্রেস টি ব্রাউজারের ট্যাব বারে পেস্ট করে এন্টার প্রেস করুন।

2. Login এ ক্লিক করুন 3. Customer ID(Area Code+Phone) এ TNT নাম্বার টি লিখুন এরিয়া কোড সহ । 4. পাসওয়ার্ড এর জন্য এদিক ওদিক না তাকিয়ে একই ভাবে TNT নাম্বার টি লিখুন এরিয়া কোড সহ । 5. Login করুন। 6. Print/ View Customer Bill এ ক্লিক করুন। 7. View Payment Status ( Respect to payment entry ) ক্লিক করুন।

8. Month/Year(mm/yyyy) To Month/Year(mm/yyyy) এ নির্দিস্ট মাসের নাম/সাল লিখে সাবমিট করে দেখুন ব্যবহারকারীর নাম ঠিকানা সহ টেলিফোন বিল। নিবেদক pchelpline থেকে নেয়া... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।