আমাদের কথা খুঁজে নিন

   

মুসলমান দের প্রতি পশ্চিমাদের বাস্তব ষড়যন্ত্র

মানুষ আসলে নষ্ট হতে চায় কিন্তু সারা জীবন ভালো থাকার অভিনয় করে নিউইয়র্কের রাস্তায় এক ভদ্রলোক হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে তিনি দেখতে পেলেন, একটা বাচ্চা ছেলে বেলুন নিয়ে খেলছে। হঠাৎ একটা পাগলা কুকুর কোথাথেকে এসে ছেলেটাকে আক্রমন করে বসলো। ছেলেটা চিৎকার করে সাহায্য চাচ্ছিলো, কিন্তু রাস্তার কোন লোকই তাকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছিলো না। এটা দেখে লোকটাই বাচ্চাটাকে সাহায্য করতে ঝাঁপিয়ে পরলো।

বেশ কিছুক্ষণ রক্তারক্তি যুদ্ধের পরে কুকুরটা মারা গেল, এবং ভদ্রলোক ছেলেটার জীবন রক্ষা করলো। রাস্তায় তখন অনেক মানুষ জমে গেছে, তাদের মুহুর্মুহ করতালিতে তখন রাস্তা সরগরম। সবাই ভদ্রলোককে খুব অভিবাদন জানালো, এই রকম বীরোচিত কাজ করার জন্য বীর উপাধী দিয়ে দিলো। ততক্ষণে সংবাদিকরা চলে এসেছে। তারা ঘটনাস্থলের ছবি তুলে ভদ্রলোকেরও ছবি তোলা শুরু করলো।

এবং ভদ্রলোককে বললো, "আগামীকাল নিউইয়র্ক টাইমসে আপনার ছবি সহকারে এই ঘটনাটাই হেডলাইন হবে। হেডলাইনটি হবে এই রকমঃ নিউইয়র্কের অসীম সাহসী নাগরিকের অসাধারন বীরত্ত্বে বেঁচে গেল একটি শিশু"। ভদ্রলোক বললেন, " কিন্তু আমি তো নিউইয়র্কের অধিবাসী নই"। সাংবাদিকরা বললো, নো প্রবলেম, হেডলাইনে যাবেঃ আমেরিকার অসীম সাহসী এক নাগরিকের অসাধারন বীরত্ত্বে বেঁচে গেল একটি শিশু ভদ্রলোক আবার বললেন, " কিন্তু আমি তো আমেরিকার নাগরিকও নই" সাংবাদিকরা বললো, " কোন সমস্যা নেই, আপনি কোথাকার অধিবাসী এবং আপনার নাম কি সেটা লিখে দিয়ে যান, সে অনুসারেই হেডলাইন হবে"। ভদ্রলোক বললেন, " আমি ফিলিস্তিনের অধিবাসী, আমার নাম আবদুল্লাহ বিন তারিক"।

পরের দিন নিউইয়র্ক টাইমসের হেডলাইন হলোঃ প্যালেস্টাইনের এক মৌলবাদী মুসলিম টেরোরিস্টের নৃশংস ছুরিকাঘাতে নির্মমভাবে মৃত্যবরণ করলো একটি অবলা কুকুর। রূপক ভাবে বললেও এটাই মুসলমান দের প্রতি পশ্চিমাদের বাস্তব ষড়যন্ত্র লেখাটি সংগ্রহীত (ফেসবুক থেকে নেয়া) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.