আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ দখলের চেষ্টা

কতো কী করার আছে বাকি.................. ব্লগ নিয়া ব্রাত্য রাইসু, শোয়েইব সর্বনাম(নামটা ঠিক আছে তো) আর রেজাউল করিম ক্রিয়েইটকৃত একটা ফেসবুক পেজ নজরে আসলো যেখানে '‌মিডিয়ার ব্লগ দখল' শিরোনামে তারা একটা আলোচনার আয়োজন করছেন। তাদের শিরোনাম মিডিয়া থিকা ব্লগরে খারিজ করছে এমনটা সোজা কথা বলা যায়। কারণ ব্লগ নিজেই একটা মিডিয়া। আর '‌মিডিয়া' হিসেবে তারা যারে ধইরা নিতেছে তার চেহারা সুরত আলাপে গেলে বুঝা যাইত। কিন্তু তাদের মোকামে শরিক হওয়ার জন্য যে কাফফারা দিতে হবে এও চোখে লাগার মতো।

ব্লগ একটা লাইভ বিষয়। এনাদের ভাবনার সমালোচনা জরুরি মনে করতেছি। অন্তত তাদের জন্য যারা সারাক্ষণ ব্লগে থাকেন, দেখেন, কি বুঝেন-না বুঝেন তা বিবেচনা করেন না সবসময়। আমি খেয়াল করছি ব্লগারদের মধ্যে গ্রুপিং কাজ করে এবং এরাও একরকম গ্রপিং করতেছে বইলা আলামতে মনে হয়। ব্লগের আলোচনার সাথে প্রযুক্তির একটা বিষয় আছে।

ফলে বিসমিল্লায় গলদের আভাস আমি এখানে উল্লেখ কইরা রাখলাম। আমাদের 'বুদ্ধিজীবিদের' একটা স্বভাব আছে, এ আলোচনা সে স্বভাব দোষে দুষ্ট। যদি আমরা ধইরাও নেই যে মিডিয়া(এখানে কারা আমরা জানি না, ধইরা নিতে হবে প্রথম আলো) ব্লগ দখলের চেষ্টায় আছে, ঘটনাটা সত্য কিনা! আমি মনে করি সত্য, তয় সেটা ব্লগের দোষ না। ব্লগারদের দোষ, প্রযুক্তিগতভাবে ব্লগ যে সুবিধা দেয় তা সরাসরি প্রতিষ্ঠিত মিডিয়ারে চ্যালেঞ্জ করে। ব্লগারদের দোষ আর ব্লগের দোষ বুঝতে হইলে ব্লগিং করাটা গুরুত্বপূর্ণ, তাদের আলোচনায় আমণ্ত্রিত অনেকেই ব্লগার না।

মূলত ‌'বুদ্ধিজীবি'। যেমন তারা ফেসবুকে এ সংক্রান্ত প্রচার চালাইছে, কিন্তু দাওয়াত দেয়ার মধ্য দিয়া তারা আবার নির্দিষ্ট কইরা রাখছে এর উপস্থিতিরে। জায়গার সংকট বিবেচ্য কিনা আমি জানি না। কিন্তু ব্লগে জায়গার সংকট হয় না বললেই চলে। ‌‌'মিডিয়ার' জায়গা নির্দিষ্ট।

এনাদের স্বভাবে মিডিয়া আছে। ফলে দখলের প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ। এ সামহয়ারইন ব্লগই দখলের চেষ্টা হইছে বারবার। ফলে ব্লগ আসলে কার দখলে থাকবে এবং কোন ব্লগের চরিত্র কি হবে তা 'মিডিয়া' নির্ধারণ করতে পারে না। আমাদের 'মিডিয়ার' সে অবস্থা তৈরি হয় নাই।

এ কাজ ব্লগারদের, এবং এর জায়গা হিসেবেও ব্লগ হইতেছে প্রধান। ব্লগ নিয়া এ আলোচনার বিস্তারিত ব্লগে প্রকাশ করা হইবে বইলা আশা রাখি। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.