আমাদের কথা খুঁজে নিন

   

মেঠো রোদ্দুর

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. আধো আধো শব্দ নীল জোস্না কুপের মধ্যে জল টিপ টিপ অবিরাম নৈশব্দেরও একটা আকাশ ছোয়া অর্থ বারে বারে হাজরো প্রপাতে ইন্দ্রজাল অসম্ভব শ্রান্তি যখন পেয়ে বসে আকাশ সমুদ্রের ওপার থেকে মেঠো রোদ্দুর ছোঁয়া পালক এসে পরে প্রবাসের গহীনকোনে আরও একটু দূরে হাজারও জট জালে বদ্ধ আট টি বছর শহস্রাদ্ধ মুহূর্ত হারিয়ে যায় শুন্যে ভাসমান মস্তিস্কের যে অঞ্চলের আঁচল তলে আটকে থাকে আমার সোদা মাটির গন্ধ ..কাজুফলের লোফালুফি ত্রিকোনের মত পাহাড়টায় আবছায় হলুদ আলো নিচের দিকের একটু পাশে শব্দহীন খেলার আসর লুকোচুরি মনখারাপের অবসর - অবশেষে টুংক টাংক রিক্সার অবিরাম গীতিতে চৌরাস্তার ঠিক একটু পরে বৈদ্যদের ঘর যেখানটাতে আটবছরের শুরু সেখানটাতে কালো গোলাপের জন্ম অথচ আমাদের নিপুন নি:শব্দ ছাদে ফোটাতে চেয়েছি কতবার কৃষ্ণ গোলাপ-------- ছবিটি আমার হতচ্ছারা মোবাইল ক্যমেরায় তোলা মেইড এ্যাভেনিউ,ওয়ালথাম স্ট...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।