আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রেরণামূলক উক্তি

(১) ‘‘সদিচ্ছাই সৎ কাজে প্রেরণা যোগায়। ’’ -সেনেকা (২) ‘‘সৃষ্টির কালই হলো যৌবন কাল। ’’ -শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (৩) ‘‘প্রত্যেক মানুষের মধ্যেই একটা শিল্পীমন ঘুমিয়ে থাকে। ’’ -ফ্র্যান্সিস বেকন (৪) ‘‘মহৎ আশা মহৎ লোকের সৃষ্টি করে। ’’ -টমাস ফুলার (৫) ‘‘আনন্দ এবং কাজ সময়কে সংক্ষিপ্ত করে।

’’ -সেক্সপিয়ার (৬) ‘‘পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয়, পাঠ্যপুস্তক তা দিতে পারে না। ’’ -মার্ক টোয়েইন (৭) ‘‘ধন-দৌলত, শাসন-ক্ষমতা ও বিপদাপদেই মানুষের বুদ্ধি-বিবেচনার পরীক্ষা হয়। ’’ -হযরত আলী (রাঃ) (৮) ‘‘যারা সব জিনিসের একটা সুন্দর অর্থ খোঁজেন, তারা সবসময় সৎ চিন্তা করেন। ’’ -স্কট (৯) ‘‘ধৈর্যশীলদের অগণিত পুরস্কার পূর্ণভাবে দেয়া হবে। ’’ -(সূরা যুমার : ১০) (১০) ‘‘যতদিন বাঁচবো, ততদিন অন্যের চোখে সুন্দর হয়ে বাঁচবো।

’’ -রবার্ট বার্নস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।