আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরাও তাকায়.........

আমার একটা বদঅভ্যাস ছিল-রাস্তাঘাটে মোটামুটি সুন্দরী কোনো মেয়ে দেখলেই “হা” করে তার দিকে তাকিয়ে থাকাতাম। এটাকে বদঅভ্যাস বলা কি ঠিক হচ্ছে কিনা জানিনা! সৌন্দর্য তো উপভোগ করার জন্যই, তাই না?...যদি প্রানখুলে উপভোগই না করি তাহলে তো সেই সৌন্দর্যকেই অবমাননা করা হয়, কি বলেন? আমার এই সোজা সরল অভিব্যক্তিটা কেন যে মেয়েরা স্বাভাবিকভাবে নিতে পারত না...বুঝ্তাম না!! যখনই কোনো সুন্দরী মেয়ের দিকে তাকাতাম, এমন একটা বিরক্তিমাখা দৃষ্টিতে তাকাতো যে হৃদয়টা ভেঙ্গে খানখান হয়ে যেত। আর সবসময় ওড়নাটা একটু গুছিয়ে নিত। আচ্ছা ছেলেরা তাকালেই ওড়না ঠিক করার মাজেজা কি আমি এখন পর্যন্ত বুঝে উঠলাম না। যাই হোক, দুঃখের কথা বলি।

ছেলে হিসেবে নাকি আমি মোটামুটি স্মার্ট এবং সুদর্শন। বন্ধুবান্ধব একথা প্রায়ই বলে। কিন্তু আমার সন্দেহ ছিল আমি কি আসলেই সুদর্শন কিনা! যদি তাই হই তাহলে আমি তাকালে মেয়েরা এত বিরক্ত হয় কেন? কদিন আগে এক বন্ধুকে বললাম, "“দোস্ত, আমার চেহারা বোধ হয় মেয়েদের কাছে খুবই অনাকর্ষনীয়। কোনো মেয়ে তো আমার দিকে তাকায়ই না বরং আমি তাকালে এমন একটা ভাব দেখায় যে কোনো বিদঘুটে প্রানী তার দিকে তাকিয়ে আছে!”" বন্ধু হেসে বলল, "“তুই কি কখনো কোনো মেয়েকে তোর দিকে তাকানোর সুযোগ দিছিস?”" আমি ওর কথার আগামাথা বুঝলাম না। বোকার মত বললাম, “"দোস্ত, একটু বুঝায় বলবি?”" জবাবে ও বলল, “"শোন একটা কাজ করবি...আজকে থেকে কোনো মেয়ের দিকে তাকাবিনা।

দেখবি যে মেয়েরা তোর দিকে তাকাচ্ছে”। " আমি বললাম, “"যদি নাই তাকাই তাহলে এটাই বা বুঝব কেমনে যে মেয়েটা আমার দিকে তাকাইছে?”" বন্ধু বলল, “"তাও একটা কথা! এক কাজ করিস...“ধর তুই রিকশা দিয়ে যাচ্ছিস, অপর সাইড থাকে একটা মেয়ে রিকশা দিয়ে আসছে। নরমালী তো এসব মোমেন্টে তুই হা করে মেয়েটার দেকে তাকায় থাকবি কিন্তু এখন থেকে না তাকিয়ে অন্য দিকে মুখ ফিরায় রাখবি তারপর হঠাৎ করে মেয়েটার দিকে তাকাবি। এই টেকনিক ফলো করলে বুঝবি মেয়েটা এতক্ষন তোর দিকে তাকায় ছিল কিনা!!" আমি টেকনিকটা ফলো করতে লাগলাম এবং মেক্সিমাম ক্ষেত্রেই দেখলাম যে মেয়েরা প্রথমে আমার দিকেই তাকায় থাকে কিন্তু যেই চোখে চোখ পড়ে...একটা আলগা ভাব নিয়ে চোখ সরায় ফেলে। মেয়েদের আলগা ভাবগুলা দেখলে আগে কষ্ট লাগত এখন হাসি পায়!! আর এখন অবশ্য মেয়েদের দিকে খুব একটা তাকাই না...টাইম কই??(ভাব নেয়ার ইমো হবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.