আমাদের কথা খুঁজে নিন

   

দেলুর অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়েছে

ভিতরে গিয়ে পোস্ট না পড়তে চাইরে এই লিংকে ক্লিক করুন। ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাতি রাজনীতিবিদ দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেলু ওরফে দেইল্লার অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়েছে। আসামী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৩ আগস্ট মঙ্গলবার অভিযোগ গঠনের তারিখ পুন নির্ধারণ করেন। ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসে। ট্রাইব্যুনাল দেলুর অপরাধ আমলে নিলে দেলুর আইনজীবী এর ওপর রিভিউ আবেদন করেন।

রিভিউ আবেদনের শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল রিভিউ আবেদন খারিজ করে দেন। চার্জ গঠনের শুনানির জন্য রাষ্ট্র পক্ষের আইনজীবীরা প্রস্তুত আছেন কিনা আদালত জানতে চাইলে রাষ্ট্র পক্ষ প্রস্তুত আছে বলে জানান। কিন্তু দেলুর আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুত নন বলে জানান। তারা অভিযোগ গঠনের শুনানি মুলতবি চাইলে আদালত এর কারণ ব্যাখ্যা করতে বলেন।

উত্তরে দেলুর আইনজীবী এম তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে অভিযোগ সংক্রান্ত ৫৪২ পৃষ্ঠার যে ফটোকপি দেওয়া হয়েছে তার ৯৭ টি পৃষ্ঠা পঠন যোগ্য ছিলো না। এরপর আমাদেরকে যে পৃষ্ঠা গুলো সরবরাহ করা হয় তার মধ্যে ৭২ পৃষ্ঠা পঠন যোগ্য নয়। কিছু কিছু পৃষ্ঠা অর্ধেক পঠন যোগ্য অর্ধেক পঠন যোগ্য নয়। অভিযুক্তকে তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিটি অপরাধ পড়ে শোনানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। অভিযুক্ত রোজা থাকায় তাকে নিয়ে সব অভিযোগের আলোচনা করা যায়নি।

তার সাথে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিযোগ গঠনের তারিখ পেছানোর বিরোধিতা করেন রাষ্ট্র পক্ষের আইনজীবীরা। রাষ্ট্র পক্ষের আইনজীবীরা বলেন, আমরা যে সব দলিল তাদেরকে দিয়েছি তার অধিকাংশই স্পষ্ট ও পাঠযোগ্য। যে গুলো স্পষ্ট ও পাঠযোগ্য তার আধারেই অভিযোগ গঠন করা যায়। আর যে গুলো অস্পষ্ট তা আমাদের কারোর কাছেই বিবেচনা যোগ্য হবে না।

কেন পরিষ্কার কপি আদালতে সরবরাহ করা গেলো না । আদালতের এ প্রশ্নে উত্তরে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা বলেন মুল কপি যথাসময়ে আদালতে হাজির করা হবে। তখন যদি আদালতের কাছে এটি গ্রহণযোগ্য না হয় তখন এর ওপর সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন যে কপি গুলো সরবরাহ করা হয়েছে সেগুলো খারাপ আসবেই। কারণ কপি গুলো খুব পুরানো।

মুল কপি থেকে হুবহু কপি করা যায় না। কপি করলে তা বার বার খারাপ আসে। তারপরও আমরা আদালতের কাছে বলতে চাই। এসব কপির প্রসঙ্গ যখন আদালতে যুক্তিতর্কের সময় আসবে তখন এর মুল কপি আদালতের কাছে পেশ করা হবে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দেলুর অভিযোগ গঠনের তারিখ আগামী ২৩ আগস্ট নির্ধারণ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।