আমাদের কথা খুঁজে নিন

   

শুধু নিরাপদ সড়ক নয়, চাই নিরাপদ যাতায়াত

প্রক্ষ্যত চলচিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম কর্মী মিশুক মুনিরসহ সড়ক দূঘটনায় নিহত সকলে উদ্ধেশ্য এই লেখা। আমরা দীর্ঘদিন যাবত নিরাপদ সড়ক চাই নিয়ে আন্দোলন সংগ্রম করছি। কিন্ত আদ কি আমরা নিরাপদে সড়কে যাতায়াত করতে পারচ্ছি? আসলে আমাদের নিরাপদ সড়ক নয়, চাই নিরাপদ যাতায়াত ব্যবস্থা। সড়ক নিরাপদ করলে চলবে না, নিশ্চিত করতে হবে নিরাপদ যাতায়াত। কারণ আমরা সড়কে যাই যাতায়াতের জন্য।

যাতায়াত নিরাপদের দিকে সরকার দৃষ্টি দিলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে। সে ক্ষেত্রে সড়ক যাতায়াত কমিয়ে রেলে যাতায়াত করতে হবে। রেল নিরাপদ, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বাহন। দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়নে সবসময় সড়ক কেন্দ্রীক উন্নয়নে দৃষ্টিদেন সরকার। কারণ এখানে প্রচুর অর্থ নিজের পকেটে ভরা যায়।

যেমন আমাদের বর্তমান যোগাযোগ মন্ত্রী সাহেব ঢাকার যানজট নিরসনের জন্য বড় বড় প্রকল্প হাতে নিয়ে ঢাকাবাসীকে যানজটমুক্ত করবেন। ঢাকাবাসীকে যানজটমুক্ত করতে গিয়ে সারা দেশের সড়ক ব্যবস্থার বাস দিয়েছেন। যার ফলে প্রতি নিয়ত যানজট ও সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রান দিতে হচ্ছে তারেক মাসুদ ও মিশুক মুনির এর মত হাজারো মানুষের। তাই সরকারে কাছে আকুল আবেদন রেল ও নৌপথের উন্নয়ন করে মানুষের যাতায়াত নিরাপত করুন এবং সড়ক পথের উপর চাপ কমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.