আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক বিভাগে ঈদসহ সব ছুটি বাতিল

তর্কপ্রিয় কথকতা অসামান্য লতাপাতা প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর মহাসড়ক সংস্কার কাজ তদারকির জন্য সড়ক বিভাগে ঈদসহ সব ছুটি বাতিল করা হয়েছে। রদবদল হয়েছে কয়েকজন কর্মকর্তাকেও। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর দপ্তর, আঞ্চলিক কার্যালয় এবং নির্বাহী প্রকৌশলীদের কার্যালয় ও সংশ্লিস্টদের পরবর্তী আদেশ জারি করা পর্যন্ত সাপ্তাহিক ও ঈদ-উল ফিতরের ছুটি বাতিল বলে জানানো হয়। সড়ক-মহাসড়কের জরুরি মেরামত কাজ তদারকির জন্য এ আদেশ হয়েছে বলে জানানো হয়। জরুরি সড়ক মেরামত ও পুনর্বাসন কাজ সম্পাদনে সংশ্লিস্ট প্রকৌশলীদের কর্মস্থলে অবস্থানেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সড়ক বিভাগের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিওটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআইডাব্লিওটিসি) কর্মকর্তাদের ছুটিও বাতিল হয়েছে। কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার ও বদলি করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে রাব্বিকে প্রত্যাহার করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমানকে ঢাকা সড়ক সার্কেল হতে কুমিল্লা সড়ক সার্কেলে বদলি করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের রোড ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মো. সফিকুল আলমকে গাজীপুরের নির্বাহী প্রকৌশলী এবং কুমিল্লা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাব উদ্দীন খানকে ঢাকা সড়ক সার্কেলে পদায়ন করা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের রংপুর সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলামকে সড়ক ভবনে বদলি করা হয়েছে। সড়ক ভবনে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফুল ইসলামকে রংপুর অঞ্চলে পদায়ন করা হয়েছে। এছাড়া সড়ক ভবনে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দলিল উদ্দিনকে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ই¤প্র"ভমেন্ট প্রজেক্টের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর এ মহাসড়ক ছাড়াও দেশের বিভিন্ন সড়ক নাজুক অবস্থায় পৌঁছেছে। যার ফলে কয়েকটি স্থানে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা।

এর মধ্যেই মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে যোগাযোগমন্ত্রী ও যোগাযোগ সচিবকে তিরস্কার করেন শেখ হাসিনা। এরপর তারা দুজনই মহাসড়ক পরিদর্শনে যান। ঈদের আগেই সড়ক সংস্কার শেষ হবে বলে জানান মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এর একদিন পরই ছুটি বাতিল ও বদলির এ আদেশ এলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।