আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর সুন্দলপুরে গ্যাস মিলেছে

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দলপুরে গ্যাসের অস্তিত্বের প্রমাণ পেয়েছে বাপেক্স। শুরু হয়েছে পরীক্ষামূলক উত্তোলনও। বুধবার সকাল ৯টার দিকে ওই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সুন্দলপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক আব্দুল হালিম। সুন্দলপুর গ্যাস ফিল্ড তেল ও গ্যাস অনুসন্ধানকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি প্রকল্প। হালিম বলেন, ১ হাজার ৪০০ মিটার ভূ-স্তরের নিচে এ গ্যাস গ্যাস পাওয়া গেছে। এত কম গভীরতায় এর আগে হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রে ১ হাজার ৫০০ মিটার ভূ-স্তরের নিচে গ্যাস পাওয়া গিয়েছিলো বলে জানান তিনি। হালিম বলেন, "পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের কাজ আরো দুই-তিন দিন চলবে। এরপর গ্যাসের চাপ পরীক্ষা করে গ্যাসের পরিমাণ এবং মজুদের বিষয়ে জানা যাবে।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.