আমাদের কথা খুঁজে নিন

   

মজার গল্প

আমি পড়তাম রাজশাহী সিটি কলেজ-এ। রাজশাহীতে নাম করা একটি কলেজ। কলেজটার বাউন্ডারী ওয়াল ছিলো এবং বি এন পি'র দখলে ছিলো। যারা সিটি কলেজ এ পড়তো তারা একটু ভয়েই কলেজে থাকতো। যা হোক, আমি অন্য কারো মত ছিলাম না।

আমি যতদিন কলেজে ঢুকেছি বুক ফুলিয়ে ঢুকেছি। আমাকে কেউ কিছু করতে পারে না। মাস্তান ছিলাম না কিন্তু ওর থেকে কমও ছিলাম না। একদিন বন্ধুদের নিয়ে পদ্মার পাড়ে গিয়েছি। জেল খানার পিছনে ওটা।

অনেক বড় বড় গাছ ছিলো। সুন্দর করে সাজানো। আমরা সবাই ঢুকলাম। আমি দেখি কি যে, একটা ছেলে আর একটা মেয়ে একটি গাছের নিচে বসে আছে। মেয়ে টা কাঁন্না করছে।

আমার কি যে মনে হলো, আমি ঐ মেয়েটার পাশে গিয়ে বসে পড়লাম। মেয়েটা একটু অপ্রস্তুত হয়ে গেলো। ছেলেটা তো কি বলবে ভেবে পেল না। আমাকে বলল যে, আপনি কে? আমি বলি যে, মেয়েটা কান্না করছে কেন? ছেলে টা তো রেগে আগুন। রাজশাহী ইউনিভার্সিটির হবে কিন্তু আমি ভয় করি না।

ছেলেটা বলল যে, আপনি চলে যান। আমি বলি যে, আমি যাবো না। তখন বলে যে কেন যাবেন না। আমরা সমস্যায় আছি, আপনি প্লিজ জান। আমি বলি যে, ১০ টাকা দিলে চলে যাব।

এই শুনে ছেলেটা ভয়ংকর ভাবে রেগে গেল। এদিকে আমার বন্ধুরা আমাকে ডাকছে কিন্তু তারা খুব মজা নিয়ে আমার কান্ড কারখানা দেখছে। আমি বলি যে, ১০ টাকা দিয়ে দিন আমরা বাদাম খাবো। ছেলেটা কোন ভাবেই দিবে না। বলে যে, আমার কাছে টাকা নাই।

আমি বলি যে, ঠিক আছে আমি বসে থাকলাম। কিছুক্ষন পর ছেলেটা বলল যে, আপনি যান না ভাই। আমি বলি যে,টাকা টা দিয়ে দিন চলে যাচ্ছি। ততক্ষন মেয়েটা তার কান্না বন্দ করে দিয়েছে। এক সময় মেয়েটা ছেলেটাকে ধমক দিয়ে বলল যে, তুমি টাকা দিতে পারছো না।

মেয়েটার কথা শুনে ছেলেটা টাকা দিয়ে দিলো। আমি সেই ১০ টাকা নিয়ে চলে গেলাম। ওই ১০ টাকার বাদাম কিনে বন্ধুদের সবাই দিয়েছিলাম কিন্তু আমি খাই নি। কেন যানি আজও সেই কথাটা মনে পড়ে। গল্পটা আমার জীবনে বাস্তব।

মাঝে মাঝে মনে হয় ওদের দেখা যদি পেতাম তাহলে তাদেরকে আমি চাইনিজ খাওয়াতাম আর বলতাম যে সরি। আমি যা করেছি তা এখন বুঝতে পারছি। ওদের কাছে আমার ক্ষমা চাওয়াটা জরুরী কিন্তু তাদের পাবো কোথায়। আপনারা যারা এই ব্লগ পড়ছেন তাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন তাহলে আমার সেই কাজ এর জন্য ক্ষমা করবেন। জীবনে অনেক আনন্দ করেছি কিন্তু কোনদিনই ভাবি নাই যে আমার জন্য কেউ কষ্ট পাবে।

আজ বুঝি কিন্তু অনেক দেরী হয়ে গিয়েছে। সময় থেমে থাকে না কিন্তু ভূল যদি বুঝতে পারা যায় তাহলে জীবনের বাকীটা সময় অনেক ভালভাবে চলা যায়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.