আমাদের কথা খুঁজে নিন

   

চাই বিচার এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের

জাদুনগরের কড়চা রিপোর্টটা পড়ে গতরাতে ঘুমাতে গিয়েছিলাম। স্বপ্নের মধ্যে ত্বকি নামের এই বাচ্চা ছেলেটার ফুটফুটে চোখগুলা দেখলাম, দেখলাম তার মায়ের কান্না আর বাবার আহাজারি। ঘুম ভেঙে গেলো, অনেকক্ষণ ঘুমাতে পারিনি আর, বার বার মনে হয়েছে ছেলেটার কথা। এই মেধাবী ছেলেটাকে এভাবে নৃশংস করে যারা মেরেছে, তারা পশুর চেয়েও অধম। ত্বকির বাবা দায়ি করেছেন আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে, যাকে কিনা বলা হয় নারায়ণগঞ্জের গডফাদার।

আবার আগের রিপোর্টে বলা হয়েছিলো এটা জামাতের কাজ। ধামাচাপা না দিয়ে এবং দলীয় পরিচয়ের উর্ধ্বে গিয়ে এই হত্যার বিচার করা হোক, নিরপেক্ষ তদন্ত করা হোক, এবং যথোপযুক্ত শাস্তি দেয়া হোক দলমত নির্বিশেষে, এটা সরকারের কাছে দাবি করছি। অন্যায়, দলীয় মাস্তানদের গুণ্ডামিকে দেখেও না দেখার ভান করলে এক সময় ফ্রাংকেনস্টাইনের দানোর মতোই তারা বেড়ে ওঠে, ঘটায় এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ড। দেশের নানা নৃশংস হত্যাকাণ্ড দেখে বিবেক/মন ভোঁতা হয়ে যাচ্ছে দিনে দিনে, কিন্তু তার পরেও হাজারো ভেবে আমি বুঝে পাই না, এই নিষ্পাপ ছেলেটার কী দোষ ছিলো? যে রাজনৈতিক নেতা কিংবা অপরাধী এই হত্যার পেছনে আছে, প্রতিদিন রাতে সে ঘুমাতে যায় কীভাবে? কিংবা তার পরিবারের লোকেরা, ভাইয়েরা, বৌ, ছেলে মেয়েরা ঘুমাতে পারে কীভাবে এটা জেনে যে তাদের রক্তের মাঝে, ঘরের ভেতরেই আছে এরকম এক দানোর ছায়া? ত্বকি হত্যার বিচার হোক, দলীয় পরিচয় নির্বিশেষে তার খুনির শাস্তি চাই। এটা কারো একার না, বরং পুরা দেশের সবারই দাবি।

সবার বিবেকের কাছে রইলো অনুরোধ, একবার, অন্তত একবার এই নিষ্পাপ ছেলেটার চোখদুটো দেখুন, আর শপথ নিন, এই হত্যার বিচার করতে হবেন সুস্পষ্টভাবে সোচ্চার। (মূল লেখার লিংক এখানে ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।