আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্রে রচিত বৈশাখী সনেট

শাফিক আফতাব----------- বৈশাখী মেঘে কেমন কোমল নরম গন্ধ ভাসে, নবীন কচিপাতাদের আলতো স্পর্শে আহা ! কেমন কামনার বান ; ধুলো-বাতাস গড়াগড়ি খায়, সোঁদা ঘ্রাণ ফোটে আমাদের আবেশে কত করে তোমাকে তাড়াই, তবু নেই যেন কোনো পরিত্রাণ। তোমাকেই নিবিড় গিলে খেলো আজকের বৈশাখী মেঘ, ঝরাপাতা, উড়োধুলো আর শেষ ফাল্গুণের অবশিষ্ট সঞ্চয়, মনের গহীনে কে যেনো নিয়ে এলো বাসনার বেগ ; খোলা দেহে নিবিড় হলে আহা ! তোমার সাথে হিমেল প্রণয়। ‘এক বৈশাখে দেখা হলো দুজনায়’ Ñ সেইতো প্রথম ; কতদিন কেটে গেছে তারপর, বৈশাখ থেকেছে মনের গহনে, কত দ্বন্দ্ব সংঘাতের জীবনে তুমি ঠিকই আসো, ওগো অনুপম কত সুর, কত সুধা, কত দহন ! তবু মধু তোমায় রমণে। বৈশাখ এলে নতুন পাতাদের মতোন আমি গজাই তোমাকে চুমে কী যে আনন্দ ! কী যে পুলক, আহা ! আজ মম মনোভূমে। ১৮.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।