আমাদের কথা খুঁজে নিন

   

জামাত ও মাওলানা মওদুদী

আর এটাই আমার সঠিক সরল পথ, কাজেই তোমরা তার অনুসরন কর, আর নানান পথের অনুসরন কর না, করলে তা তোমাদেরেক তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যাতে তোমরা তাকে ভয় করে যাবতীয় পাপ থেকে বেঁচে চলতে পার (সুরা আনআম ১৫৩)। অনেক আগে জামাত এবং ইসলামী টিভি নিয়ে লিখে ব্যাপক প্রতিরোধের মুখে পরেছিলাম। ব্লগের বেশিরভাগই যে ওইদিকের লোক এটা ভেবে রাগে দুখে তেমন একটা লিখতামই না। গতকাল মওদুদী সাহেবকে নিয়ে একটি পোষ্ট দেখেছিলাম, আগের পোষ্টানো, তবে আজ অবাক হলাম, আজকেই উনার সম্পর্কে লেখা দেখে।

তাই আর নিজেকে সামলতে পারছি না। যাকে মুটামুটিভাবে মুনাফিক বলা যায় তাকে নিয়ে এত বড় বুযুর্গী ফোটানো পোষ্ট? মাওলনা (?????????!!!!!!!!!!!!!!!!!!!) মওদুদী যে কি রকম পর্যায়ের দ্বীনদার সেটা তার মুরীদরা এমন লোকের রেফারেন্স দিয়ে বুঝাতে চায় যাদের নাম- নিশানা খুজে পাওয়াও মুশকিল। তাই আমি বলব, তার সম্পর্কে জানতে তার সমসাময়িক এবং তার আশেপাশের লোকদের কাছে থেকেই শুনুন। প্রথম দিকে তার সাথে বাংলাদেশ সহ উপমহাদেশের বহু প্রসিদ্ধ আলিম জড়িত হয়েছিলেন। কিন্তু কিছুদিন পর যখন ধর্মের আড়ালে তার রাজনীতির মুখোশ ফাঁস হয় তখন সবাই তাকে ধিক্কারের সাথে ত্যাগ করেন।

এর আগ যখন লিখেছিলাম তখন রেফারেন্স না দেয়ায় উনারা চান্সে আমাকে CI, RAW বলে সাধারণ ব্লগারদের আইওয়াশ করেছিলেন। এবার কিন্তু . . . মাওলনা আশরাফ আলী থানভী রাহ. এর ছাত্র, বাংলাদেশের মাও. শামসুল হক ফরিদপুরী রাহ. ভুল সংশোধন নামে একটি বই লিখেছেন, যেখানে তিনি জামাতে ইসলামি এবং মওদুদীর বাস্তবতা লিখেছেন। বইটি পড়ুন: Click This Link পাকিস্তানের বিখ্যাত আলীম মাওলানা মানজুর নুমানী রাহ. তার সাথে ছিলেন। তার মতামত পড়ুন: by: Monzur Nomani rah. বাংলাদেশের সবার পরিচিত শাইখুল হাদীস আল্লামা আযীযুল হক লেখা বুখারী শরীফের তাফসীরের পরিশিষ্ট্ পড়ুন: Click This Link আর সাহাবী মুওয়াবিয়া রাদ্বি. সম্পর্কে তার ঘৃণ্য মানসিকতা জানতে হলে এখানে যান: by: Mufti Taqi Usmani বইটি মুফতী শফী সাহেব রাহ. এর ছেলে, জেদ্দাহ ফিকাহ একাডেমির প্রেসিডেন্ট মুফতী তাকী উসমানী সাহেবের লেখা। আরো লিঙ্ক দেয়া যেত, তবে দরকার নেই।

এগুলো এত বেশি প্রামান্য, যে যেকোন নিউট্রাল পাঠকই বুঝতে পারবনে। তারা সবাই বলেছেন, মাওলানা মওদুদীর আকীদা থেকে জামাত যতদিন প্রকাশ্য ঘোষণা দিয়ে তওবাহ না করবে ততদিন জামাতের সাথে কোনভাবে জড়িত হওয়া ইসলাম সম্মত নয়। মওদুদী এমন একজন মানুষ যিনি দুনিয়ার পূজায় লিপ্ত হয়ে দুনিয়াদারদের কাছে সমাদৃত হওয়ার জন্য কুরআন এর অপব্যাখ্যা করে তাফহীমুল কুরআন নামের বই লিখেছেন, তিনি তার পছন্দমত হাদীস গ্রহণ এবং ব্যাখ্যা করতেন। সর্বোপরি ইসলাম ধর্মকে তিনি রাজনীতি দিয়ে ব্যখ্যা করেছেন। মওদুদীর নিজের লিখা বইগুলোকে বাংলাদেশে আধুনিক প্রকাশনী থেকে এডিট করা হয়েছে।

তাই আমি যে লিঙ্ক দিয়েছি সেখান থেকে তার লেখা আসল বইয়ের রেফারেন্স নিয়ে সেগুলো পড়ুন। আর না হয় এডিট করা বইগুলো পড়ে তাকে মহামানব ভাবতে বাধ্য হবেন। আগে জামাতিরা আমার পোষ্টের কমেন্টে বলেছেন- সৌদীতে মওদুদীর বই পড়ানো হয়!!! আমি বলি বাংলাদেশেও তো পড়ানো হয়। জামাতিদের মাদ্রাসায় যদি পড়ানো হয় সেটা কি কোন গ্রহণযোগ্য দলীল? পৃথিবীর কোথাও দেওবান্দ সিলসীলাভুক্ত কোন মাদ্রাসায় মওদুদীর বই পড়ানো হয় না। বরং কওমী মাদ্রাসায় পাঠ্য হিসেবে নতুন একটি বই এসেছে ইসলামি আকীদা ও ভ্রান্ত মতবাদ, এটি পড়লে মওদুদীর মুখোশ আরও উন্মোচিত হবে।

জামাতিরা কথায় কথায় সৌদী আরবের রেফারেন্স দিতে ভালবাসে। ইউটিউবের এক ভিডিওতে জামাআতের ওয়াজ মাহফিলে একজন ওয়ায়েজকে দেখেছিলাম চরম উচ্ছৃঙ্খলতার সাথে হাত পা নাচিয়ে নাচিয়ে মওদুদীর সাফাই গাইতে। তিনি বলেছিলেন- বাংলাদেশের আলেমরা মওদুদীকে খারাপ মনে করে, কিন্তু মধ্যপ্রাচ্যে মওদুদীর নামের আগে আল ব্যবহার করে সম্মান না করে তার নাম নিলেও নাকি পুলিশের থাপ্পর খেতে হয়। সৌদীর ইউনিবার্সিটিত তার বই পড়ানো হয়। বাংলাদেশের আলেমরা, সৌদীর আলেমদের চেয়েও বেশি জ্ঞানী (ব্যাঙ্গ করে বলেছিলেন)।

তো তিনি নিজেও একজন বাংলাদেশি আলীম (???)। এবার বুঝুন। আর সৌদীর রেফোরেন্সের ব্যাপারে হাদীসে আছে- আরব আর অনারবের মাঝে তাক্বওয়া ভিন্ন অন্য কোন শ্রেষ্ঠত্ব নেই (বুখারী)। সাধারণ মানুষদের মধ্যেও অনেকে মওদুদীকে বুযুর্গ ভাবেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ লিঙ্কগুলোদেখার জন্য। কেউ কেউ ইসলামের বিভিন্ন শিআর বা হুকুম নিয়ে হীনমন্নতায় ভোগেন, তারা সুযোগ খোজেন কোনভাবে ইসলামের এইসব হুকুম ছেড়ে দেয়াকে জায়েয বানানো যায় কি- না, যারা এই সুযোগ করে দেয় তাদেরকে এই ধরনের দ্বীনদারদের বড় বুযুর্গ মনে হয়।

আর মাঝখান থেকে মওদুদীর মত মানুষরা সুবিধা ভোগ করেন। সতর্কতা: এরপর থেকে ব্লগে মওদুদী বা জামাতকে patronizing কোন পোষ্ট দিলেই আমিও কাউন্টার হিসেবে এই পোষ্ট দেব, ব্যান খেলে অনুরোধ থাকবে অন্য কাউকে দেয়ার জন্য। আল্লাহপাক সবাইকে শুভবুদ্ধি দিন, আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.