আমাদের কথা খুঁজে নিন

   

যারা সনাতন ধর্মকে কটাক্ষ করে তাদের প্রতি

লেখাপড়া শেষ করেছি ঢাবি থেকে। আজ কাজ করি একটা বেসরকারি ফার্মে । কাজের শেষে নাই কাজ তাই খই ভাজ । ব্লগে খই ভাজি। কিছুদিন ধরে কিছু ব্যাক্তি সনাতন ধর্মকে কটাক্ষ করে নানা কথা বলে।

এমন তো হবেই কারন গীতায় বলা আছে বংশ নষ্ট হইলে কুলধর্ম নষ্ট হয়। কুলধর্ম নষ্ট হইলে অধর্ম ঘটে। কুলধর্ম নষ্ট হইলে নরক বাস হয়। হে কৃষ্ঞ ইহা তো শাস্ত্রের বচন। তাই কষ্ট পায় না।

গীতার একটি বানী যা আপনার মনে আছে কিনা হে অর্জুন তুমি ক্ষত্রিয়। ধর্মযুদ্ধই ক্ষত্রিয়ের কর্তব্য ইহা তোমার স্বধর্ম। তাই যারা আমাদের ধর্মের বিরুদ্ধে বাজে কথা বলে বাজে আচরন করে তাদের বিরুদ্ধে আমাদের তাই করতে হবে। আর আপনি যদি অপারগ হন তবে বেদ এর শ্লোক অনুযায়ি জপতে পারেন হে ইন্দ্র! যে ব্যাক্তি আমাদের প্রতি শত্রুতাচরন করে বজ্র দ্বারা তাহাকে বিনাশ কর। হে অগ্নি আমাদিগের বিদ্বেষীগন রাক্ষসের সহিত যুক্ত হয়েছে তুমি তাহাদিগকে দহন কর।

সমস্ত আক্রমনকারীকে হনন কর,হিংসাকারীকে বিনাশ কর। তোমার প্রতপ্ত বজ্র তাহাদের উপর নিক্ষেপ কর তাহাদিগকে উন্মুলিত কর তাহাদিগকে বিদীর্ণ কর এই রাক্ষসকে শক্তিহীন বধ ও পরাস্ত কর। সবশেষে বলি বন্ধুগন আপনারা নিয়মিত গীতা পাঠ ও শ্রবন করিবেন কারন গীতায় কিন্তু বলা আছে যে ব্যাক্তি গীতার পটন-পাঠন করে না তাহার সমস্ত বিফল হয়। যে ব্যাক্তি গীতার মাহাত্ব্য জানে না সে অজ্ঞান। তাহার জীবন বিফল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.