আমাদের কথা খুঁজে নিন

   

সনাতন ধর্মীদের ভারত প্রীতি কেন?

নিজের জানাশোনা থেকেই বলি, আমাদের গ্রামে এক হিন্দু ডাক্তার আসে। পল্লী চিকিতসক , কিন্তু ইনকাম ভালই করতো। আমাদের ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক। আরো আগে, স্কুলে থাকতে, যখন 'হিন্দুরা জল বলে, তাই জল বলা যাবে না, পানি বলতে হবে', না হলে গুনাহ হবে' এই টাইপ মানসিকতা (default) ছিল, তখনকার কথা। একদিন ছোট চাচার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম ওই ডাক্তার কাকার কথা।

ছোট চাচা তখন বললেন, ওই ডাক্তার কাকার ইন্ডিয়াতেও বাড়ি আসে। আমি জিজ্ঞেস করলাম, কেন? চাচা তখন বলল, এই কথা সবাই জানে না, আমার সাথে ঘনিষ্ঠতা, তাই আমি জানি, আমিও একদিন উনারে এই কথা জিজ্ঞেস করছিলাম। ডাক্তার কাকা ছোট চাচারে যা বলছিলেন তার সারাংশ হল, এখানে নিরাপত্তার অভাব, কখন সম্পত্তি বেদখল হয়, পরিস্থিতি যদি খারাপ হয়, এই চিন্তা থেকে ইন্ডিয়া তেও এক পা দিয়ে রাখা। আর এই কথাতো সবার জানা, দেশে দেড় কোটি হিন্দু থাকলে তাদের অন্তত দেড় কোটি আত্মীয় অইপারে আসে। তাহলে তাদের ইন্ডিয়ার প্রতি টান তো থাকবেই।

তাও আবার ইন্ডিয়া হিন্দু প্রধান দেশ। আমরা যেমন মিডল ইস্টএর দিকে একটা আলগা টান অনুভব করি, এতে দোষের কি আছে? আমরা তাদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তারা অনবরত ওই দিকে 'এক পা' দিতে চাইবেই। কিছু হিন্দুর যে উগ্র ভারত প্রেম আছে, সেটা ব্যতিক্রম। সাধারন ভাবে হিন্দু মানেই ইন্ডিয়া যাওয়ার জন্য 'সদা প্রস্তুত' এমনটা মোটেই না। হিন্দু বন্ধু আমারও আছে, তাদের মানসিকতা তো বুঝি।

দেশ একটা রাজনৈতিক বিষয়, দেশের বাইরে আসার পর এখানে অইপার বাংলার কিছু বন্ধু পাইছি, আমার তো মনে হয়, অইপার বাংলার ওরা, বন্ধু হিসেবে সাউথ ইন্ডিয়ান দের চেয়ে বাংলাদেশী দের ভালো পায়। পরিমল ও অন্য যারা একসাথে ভিকারুন্নেসা তে চাকরি পাইছে, তাদের খুঁটির জোর ছিল, কারণ তারা লীগ করতো প্লাস ওই বিশেষ এলাকায় বাড়ি , এটার সাথে হিন্দু ধর্ম মেশানোর কোন মানে নাই। যদিও এই কথা সত্য বাংলাদেশে চাকরি বাকরি তে হিন্দুরা বেশ ভালো অবস্থানে আছে, তার কারণ শিক্ষা। অইপার বাংলাতে মুসলিম দের ভালো না থাকারও কারণ এটি, শিক্ষার হার মুসলিমদের মধ্যে কম। হিন্দুরা লীগের ভোট ব্যাংক, অইপারে মুসলিমরা কংগ্রসের ভোট ব্যাংক, এটা রাজনৈতিক বাস্তবতা, যতদিন না বিরোধীরা ভালো কিছু দেখাতে না পারছে... আরও কথা হইলো, পরিমলের ঘটনায় আপনি সাম্প্রদায়িক রঙ লাগাবেন? লাগান, কয়দিন পরে যখন আরেক শ্রেণীর পরিমল রা অন্য কোন ঘটনাতে একি রকম ভাবে সংখ্যালঘু নির্যাতন এর রঙ লাগাইব, ইসলামরে গালি দিব, তখন ভালো লাগব? View this link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.