আমাদের কথা খুঁজে নিন

   

অবিলম্বে দেওয়ানী ও ফৌজদারী কার্যবিধি সংশোধন করে দ্রুত মামলা নিস্পত্তি করা হবে

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা জজ আদলত ভবন প্রাঙ্গণে আইন সচিব সহিদুল করিমের সভাপতিত্বে আদালতের দৈনিক কার্যতালিকা জনসমক্ষে প্রকাশ করার লক্ষে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করেছেন আইন বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রি ব্যারিস্টার শফিক আহমেদ। আইন মন্ত্রণালয় ও গাজীপুর জেলা জজশীপ যৌথভাবে আয়োজন করা অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন বাংলাদেশে ৫টি জেলায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তার মধ্যে গাজীপুর জেলায় প্রথম কার্যক্রমটির উদ্ভোধন করা হলো। দেওয়ানী ও ফৌজদারী উভয় আদালতের দৈনিক কার্যতালিকা জনসমক্ষে থাকবে, আপাতত অন্যান্য জেলায় কেবল দেওয়ানী মামলার কার্যতালিকা প্রকাশ করা হবে। সুপ্রীম কোর্টের ওয়েব সাইটের লিংকের মাধ্যমে সকল অধস্তন আদালতের মামলার বর্ণনা, সংক্ষিপ্ত ফলাফল ও পরবর্তী কার্যক্রম ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধমে ২২৩৩ নম্বরে ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে জানা যাবে বলে আইন সচিব সহিদুল করিম জানিয়েছেন। আইন সচিব শংকা প্রকাশ করে বলেন, গাজীপুরের রাস্তার যে অবস্থা তাতে এই অনুষ্ঠানটি করা সম্ভব হবে কিনা তা নিয়ে সকালেও দ্বিধাগ্রস্ত ছিলেন।

গাজীপুরে রাস্তার দূরবস্থার কারণে অতিথিদের দেড়ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়েছে। আইনজীবি সমিতির নেতারা গাজীপুর জেলায় বিদুৎ ও শ্রম আদালত চালুসহ আইনজীবিদের বসার জন্য ভবন নির্মাণের আবেদন জানাতে গিয়ে উপস্থিত মন্ত্রিদের কাছে ক্ষতিগ্রস্থ রাস্তা নির্মানেরও দাবি জানিয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় বারের প্রতিনিধিদের অংশগ্রহণ না থাকার বিষয়ে একটি আলোচনা উঠে আসে ফলে অনুষ্ঠান শুরুর পূর্বে অনুষ্ঠানস্থলে আইনজীবিদের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। আইনজীবী নেতাদের প্রতিনিধিত্ব ছাড়া কেউ কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ না করার পক্ষে অবস্থান নেন। তারই প্রেক্ষিতে দ্রুত আইনজীবীদের প্রতিনিধিত্ব নিয়ে একাধিক আইনজীবী নেতা ও বিচারকেরা আলোচনা করে শেষ পর্যন্ত বারের সভাপতি আমজাদ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সরকারী উকিল (জিপি) আব্দুল মান্নান পাঠান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এই ক্ষেত্রে বারের সাবেক সভাপতি হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। সার্বিকভাবে অনূষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে অভিজ্ঞজনেরা নেতিবাচক মন্তব্য করেছেন। অনুষ্ঠানে একই অতিথিকে একাধিকবার ফুলেল শুভেচ্ছা জানানোকে অতিবাহুল্য বলে মন্তব্য করেছেন। একই কায়দায় অনুষ্ঠানের উপস্থাপিকা বিচারক লুবনা জাহান প্রধানমন্ত্রির নামের সহিত বিশেষ রাজনৈতিক বিশেষণ যোগ করায় দলীয় প্রবণতা বিচেনায় বিরক্তিকর মনে করেছেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুরের জেলা জজ তানজিনা ইসমাইল।

আইনমন্ত্রি ব্যারিস্টার শফিক আহমেদ আইনজীবীদের আশ্বস্থ করে বলেন, অবিলম্বে দেওয়ানী ও ফৌজদারী কার্যবিধি সংশোধন করে দ্রুত মামলা নিস্পত্তি করার উদ্যোগ নেওয়া হবে। গাজীপুরে জমির ব্যবস্থা হওয়া সাপেক্ষে বারতলা বিশিষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি বিল্ডিং নির্মাণ করা হবে, যার দুইটি তলা আইনজীবীদের বসার জন্য সংরক্ষিত থাকবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইন প্রতিমন্ত্রি মো. কামরুল ইসলাম। তিনি তার স্বভাব সূলভ ভঙ্গিতে বলেন, বিগত সরকারের মূর্খতার কারণে আদালতের কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তি যুক্ত করতে নয় বছর সময় বেশি লেগেছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আদালতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হলে আইনজীবীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.