আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রমানবের শিক্ষা চাই না

শাফিক আফতাব------- ফিরে দাও, শানবাঁধা পুকুরপাড়, কিংবা স্বচ্ছ জলের দিঘি দিঘিরপাড়ে দাও পাকুড়ের ছায়া, কিংবা বটের ছায়াশীতল গোলাভরা ধান দাও, দাও গরুর খোঁয়ার বিস্তীর্ণ ধানক্ষেত দাও, দাও নবান্নের উৎসব একটি স্বর্নগ্রাম দাও, দাও মৃত্তিকার কোলাহল মানুষে মানুষে ভ্রাতৃত্ব দাও, সম্প্রীতি দাও, দাও মানবিক গ্রামগুচ্ছ। এক অনাঘ্রাত আনাড়ী বঁধু দাও আমাকে, হোক বঁধুর ধুলোমাখাদেহ, মৃত্তিকার সোঁদাগন্ধে না হয় মোটাপাড়ের শাড়িটি তার ময়লায় মলিন, হাভাতে বঁধুটির নাইবা থাক, দামী ব্রা, ব্লাউজ, আর দামী বিদেশী প্রসাধনীর অভিজাত ঘ্রাণ, এককাপড়ই থাক আবহমান সখিনা আমার, তবু দাও, ঠাস বুননের পরিপুষ্ট স্তন, মাথায় ময়লাচুল, চোখে অজ্ঞ ইশারা থাক না ! আমাকে দাও দুটি বলিষ্ট বলদ, কিংবা দুটো দুধেল গাই একজোড়া লাঙল, আর দুবিঘা জমি, একটি জোনাকীর ঝোঁপ, জ্যোস্নাবতীরাত, ঝিঝিঁদের গান। আমার গ্রামের ধুলোকাদা মাখা কাচা পথ, এই যন্ত্রমানবের শিক্ষা চাই না, শোষণের সূত্র শিখতে চাইনা আবহমান কৃষক এক মৃত্তিকার ফলা ঠেলে সোনা ফলাতে চাই..... ১৯.০৭.২০১৩ নিসর্গ : ঢাকা [কবিতার বাঁক-বদল]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।