আমাদের কথা খুঁজে নিন

   

এ্যাডের বিবর্তন : (কোন এক উল্টো রাজা, উল্টো কোন প্রজার দেশে)

"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান ।" কালের বিবর্তনে আমরা বিভিন্ন ধরনের এ্যাড মিডিয়াতে দেখতে পাচ্ছি। আনেক এ্যাড দেশে বুঝা,ই যায় না এটা কিসের এ্যাড। যেমন কয়েক দিন আগে এক প্রাইভেট ইউনিভার্সিটির এ্যাড দেখে বোঝলাম না যে এটা কি গাড়ির এ্যাড না,কি ইউনিভার্সিটির এ্যাড। যাই হোক আমার পছন্দের রবির একটি এ্যাড অবলম্বনে সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সামনের দিনে এ্যাড যেমন হতে পারে: মূল এ্যাডটি যেমন: Clear মানে----- পরিষ্কার Very Clear---- সিরাম পরিষ্কার এ্যাডটি যেমন হতে পরে-- ব্যবসায়ী: Loss মানে------------ ক্ষতি Hortal মানে----------- সিরাম ক্ষতি ছাত্র-ছাত্রী: Holyday মানে-------- ছুটি Hortal মানে---------- সিরাম ছুটি পরীক্ষার্থী: Uncertainty মানে---- অনিশ্চয়তা Hortal মানে--------- সিরাম অনিশ্চয়তা গাড়িচালক: Risk মানে---------- ঝুকি Hortal মানে-------- সিরাম ঝুকি পথচারী, যাত্রী, কর্মজীবী: Suffer মানে--------- ভোগান্তি Hortal মানে--------- সিরাম ভোগান্তি অপেক্ষারত মা- বোন: Worry মানে-------- দুশ্চিন্তা Hortal মানে-------- সিরাম দুশ্চিন্তা ----------------------------------------- আর রাজনীতিবিদদের কাছে: Intersting মানে------ মজা Hortal মানে--------- সিরাম মজা কারণ এতে সরকার ও বিরোধীদল উভয়ই নতুন নতুন ইস্যু পাবে ফিল্ড গরম রাখার মত। আর তাদের পাটা পুতার ঘর্ষণে মসলার মত আমাদের প্রাণ ওষ্ঠাগত হলে আমরা বলব-- সিরাম স্বধীনতা বা সিরাম গণতন্ত্র। কারণ গণের তন্ত্রই নাকি গণতন্ত্র, তাই এর সিরাম ফলতো জনগণকেই ভোগ করতে হবে। তাই সাবাই যার যার সাধ্যমত মজা লুটেন, দেশের না হয় বারোটাই বাজল। তাতে আমার কি! আমি দেশের খাই না পরি? আমার ছেলে পড়ে বিদেশে, আমি অসুস্থ হলে চিকিৎসা করাই সিংগাপুরে মাউন্ট এলিজাবেথে, টাকা রাখি সুইস ব্যাংকে। সো নো টেনশন...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।