আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চারণগুলো শোকের .. ..

মহাজাগতিক সংস্কৃতির পথে .. .. সবুজ শ্যামলিমা বাংলার জন্য নেপথ্যে থেকে কাজ করা দু'জন কর্মমুখর ও ব্যতিক্রমী চিন্তাধারার মানুষ তারেক মাসুদ ও মিশুক মুনীর কে আমরা হারালাম। সামনের সারিতে দাঁড়িয়ে, নিজেদের চেহারা বিকিয়ে উচ্চবাচ্য করার মানুষ ছিলেন না তারা, যেমনটা করে থাকে বড় বড় পাজি নেতারা। তাই নেপথ্যে থেকে কাজ করা এই মানষ দু'জনের সম্পর্কে সাধারণ মানুষ খুব একটা ওয়াকিবহাল নয়। তবে আমরা হারালাম শুধু তাদেরকেই নয় সাথে সাথে কিছু সৃষ্টিশীল কাজও। যা হয়তো এমনটা করে কেউ আর করবে না।

তারপরেও কথা থেকে যায়। কেন এমন করেই বার বার হারাতে হবে বা হচ্ছে তরতাজা মূল্যৃবাণ প্রাণ? স্বাভাবিক পরিণতি মেনে নেয়া গেলেও এই অপ-মৃত্যু কোনভাবেই মেনে নেয়ার নয়। আক্ষেপের বিষয় এটাই যে, দুর্ঘটনার পর পরেই শোনা গেল একটি তদন্ত কমিটি করা হয়েছে, যা একটি জরুরী কাজ হিসেবে কর্তৃপক্ষ করতে এক মুহুর্তও দ্বিধা করে না। কিন্তু শেষ পর্যন্ত করেগা' কচু! কিছুই আর হয়না, কখনো হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না। এতো এতো দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কখনোই টনক নড়বে বলে মনে হয় না।

অথচ আমরা কিভাবে হারাচ্ছি আমাদের প্রয়োজনীয় মানুষগুলোকে। এই অনিশ্চিত পথচলা আর কতোদিন? আদৌ কি এর কোন প্রতিকার করা সম্ভব হবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।