আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাতিক্রমী ওয়েবসাইট সুখবরের রিভিউ ছাপা হল প্রথম আলো এবং যুগান্তর পত্রিকায়!

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। পত্রিকায় মানুষ কী ধরনের খবর পড়তে ভালবাসে? অপরাধ? রাজনীতি? খেলা? খুন ধর্ষন লাশ এর খবর? এগুলো দিয়েই তো ভর্তি থাকে খবরের কাগজগুলো। নাহ ভুল বললাম, ভর্তি থাকে বিজ্ঞাপনে, পাতায় পাতায় বিজ্ঞাপন, তার মাঝে খবর গুলোই খুজে পাওয়া যায় না। আর যা পাওয়া যা তা দেখে মনে হয় এই পৃথিবীতে সম্ভবত ভাল কিছু হয় না। আর খারাপ কিছু আসলে হতাশা এবং আরো খারাপ কেই উৎসাহিত করে।

ভাল খবর খুজে বের করে বিজ্ঞাপন মুক্ত একটি সংবাদ মাধ্যম তৈরির প্রচেষ্টা হিসেবে গত ১৯মে শুরু করেছিলাম অনলাইন নিউজ ব্লগ সুখবর২৪.কম। সুখবর২৪.কম কি? দৃষ্টিভঙ্গির পরিবর্তন বদলে দিতে পারে সব কিছু। তাই শুভ দর্শন উন্মুক্ত করে ভাল কাজের পথ। সেই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট পদক্ষেপ। প্রতিদিন আমরা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত ভাল খবরগুলো খুজে খুজে পরিবেশন করছি যেন মানুষ নতুন করে উৎসাহিত হয় ভাল কাজের প্রতি, সুন্দর দৃষ্টিভঙ্গির প্রতি।

হাজারো অনলাইন নিউজপেপারের ভিড়ে অন্তত বাংলাদেশে শুধু মাত্র পজিটিভ খবরের অনলাইন নিউজ ব্লগ হিসেবে এটিই প্রথম এবং একমাত্র। -এবং আরো একটি ব্যাপার সাইটটি সম্পূর্নরূপে সব ধরনের বিজ্ঞাপন মূক্ত তাই পাঠক বিরক্ত হবেন না কখনই! সুখবর২৪.কম সাইটটিতে কি কি লেখা ও পড়া যাবে? বিষয়ভিত্তিক ক্যাটেগরিতে প্রতিদিন প্রায় ২০-৩০টি করে নতুন নতুন সুখবর প্রকাশিত হচ্ছে। ওয়েবসাইটের সংবাদ প্রতিনিধিগন ছাড়াও অনেক রেজিস্টার্ড ব্যাবহারকারী এখানে ভাল খবর পোস্ট করছেন কিংবা লিঙ্ক জমা দিচ্ছেন। কয়েকটি বিশেষ ক্যাটেগরী-- বিজ্ঞান -প্রযুক্তি -ইন্টারনেট -টিউটোরিয়াল -গেজেটস -সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন শিক্ষা -ক্যাম্পাস -ক্যারিয়ার বাংলাদেশ -পরিবেশ -ভ্রমন -অর্থনীতি -নগরী খেলাধুলা স্বাস্থ্য ফটোগ্রাফি সহ আরো অনেক বিভাগ। সুখবর২৪.কম কিভাবে লেখা জমা দেবেন? যেকোন রেজিস্টার্ড ইউজার এখানে পোস্ট করতে পারেন।

সাইটের মেনুবারে "নতুন পোস্ট লিখুন" বাটনে প্রেস করলেই ওয়ার্ডপ্রেস টেক্সট এডিটর হাজির হবে। সেখানে উপযুক্ত টাইটেল, পোস্ট কন্টেন্ট, ট্যাগ, ক্যাটেগরী নির্বাচন শেষে পাবলিশ বাটনে চাপ দিলেই লেখা জমা হয়ে যাবে। অতঃপর এডমিনগন লেখাটি অ্যাপ্রুভ করলে প্রথম পাতাতেই প্রকাশিত হয়ে যাবে আপনার লেখা। আর যদি এত ঝামেলা করতে না চান তাহলে শুধু আপনার খবের লিঙ্কটি আমাদের জানিয়ে দিন। মেনুবারে Submit a link, বাটনে প্রেস করে আপনার নাম আর লিঙ্ক এর ঠিকানা লিখে সাবমিট করে দিলেই আমরা পেয়ে যাব এবং প্রকাশ করব।

কি ধরনের খবর লিখবেন বা জমা দেবেন-- যেকোন পজেটিভ সংবাদ, যেকোন স্থানের, যেকোন বিষয়ের, যেকোন মানুষের যত ক্ষুদ্রই হোক না কেন, তবে লেখার ক্ষেত্রে সূত্র উল্লেখ করতে হবে হবে ছবি ও কনটেন্ট এর ক্ষেত্রে কপিরাইট আইন মেনে চলতে হবে। কোন দুঃসংবাদ, মৃত্যু সংবাদ, দূর্ঘটনার সংবাদ দেয়া যাবে না এবং স্প্যামিং করা যাবে না। সুখবর২৪.কম কাদের? সাইটের এডমিন এর কথা যদি বলেন তাহলে বলব কয়েকজন তরুন মিলে ৬ মাস আগে ব্যাতিক্রমী কিছু করার প্রয়াস থেকে গঠন করেছে "NOS corporation" নামের একটি প্রতিষ্ঠান। সুখবর এই প্রতিষ্ঠানেরই একটি প্রজেক্ট। আর সাইটের মালিক কারা যদি বলেন তাহলে বলব এই সাইটের মালিক আমি আপনি সবাই।

কেননা আপনারা না আসলে এই সাইটের আসলে কোন প্রাণই থাকবে না। সুখবর২৪.কম এর চেহারাঃ কোন ওয়েব ডিজাইনার এর সাহায্য নেয়া হয়নি, তাই হয়ত অনেকের কাছেই অ্যামেচার মনে হবে, আপনাদের কোন সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। লেখার ভাষাঃ সাইটটি ইউনিকোড ভিত্তিক তবে এখানে প্রকাশিত খবরগুলো বাংলা এবং ইংরেজী দু ভাষাতেই বিদ্যমান। ফেইসবুক ইন্টিগ্রেশনঃ সুখবর এর একটি ফেইসবুক ফ্যানপেইজ রয়েছে যার বর্তমান ফ্যান সংখ্যা ৪১০ এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। ফেইসবুকের ফ্যানপেইজ এর মাধ্যমে আপনি সুখবর এর নিউজগুলোর জন্য সাবস্ক্রাইব করতে পারেন।

সাইটে প্রকাশিত সকল খবরই ফেইসবুক পেইজটিতে সাথে সাথে প্রকাশিত হয়। এছাড়াও ফেইসবুকে কোন কমেন্ট করলে সেটি সয়ংক্রিয়ভাবে সাইটে এবং সাইটের কমেন্ট ফেইসবুকে প্রকাশিত হয়। এছাড়াও ফেইসবুক লগইন সুবিধার সাহায্যে যে কেউ একটিমাত্র ক্লিক করেই সাইটটিতে রেজিস্টার এবং লগইন করতে পারেন। সোসাল শেয়ারিং ঃ প্রকাশিত নিউজ গুলো শেয়ার করার জন্য প্রতিটি পোস্ট এর শিরোনামের নিচেই রয়েছে-- ফেইসবুক, টুইটার, digg এবং গুগল প্লাস শেয়ার বাটন। এলেক্সা র‍্যাংকিং ঃ শুরুর কিছুদিন পর থেকেই সাইট টি ভাল জনপ্রিয়তা শুরু করে এবং খুব দ্রুতই মাত্র ২ মাসে অনেক অনলাইন নিউজ সাইট কে পেছলে ফেলে সাইটের অ্যালেক্সা র‍্যাঙ্কিং পৌছে যায় বাংলাদেশে প্রথম ১৪০০ এর ঘরে।

বর্তমানে প্রতিদিন প্রায় ২০০-৩০০ লোক ভিজিট করছেন। সাইটটি প্রথমে একটি সাব ডোমেইন এ ছিল, বর্তমানে এটি sukhobor24.com এই ডোমাইন এ পরিবর্তন করা হয়েছে। সাইটের বর্তমান এলেক্সা র‍্যাংকিং-- বাংলাদেশে--2,941 আন্তর্জাতিক র‍্যাঙ্ক- 1,269,207 সাইটটি ভাল লাগলে অ্যালেক্সাতে রিভিউ দেবেন আশা করি আরো অনেক আয়োজনঃ আমরা খুব শীঘ্রই পাঠকদের জন্য ভালো খবর পরিবেশন ছাড়াও আরো অনেক অনেক আয়োজন নিয়ে হাজির হব আপনাদের সামনে। সারপ্রাইজের অপেক্ষায় থাকুন, আগেই বলে মজা নষ্ট করতে চাই না! কৃতজ্ঞতাঃ সুখবরের অগ্রযাত্রায় অভিনন্দন জানিয়েছেন অনেকেই। অনেকের কাছেই আমরা কৃতজ্ঞ।

পাঠকদের ভাল লাগার সাথে সাথে দিন দিন বাড়ছে সুখবরের পরিচিতি। এবার তাই অনলাইনের গন্ডি পেরিয়ে সুখবর এর পরিচিতি প্রকাশ পেল দৈনিক যুগান্তর প্রত্রিকায়। গত ১০ আগস্ট বুধবার, দৈনিক যুগান্তরের ৫ম পৃষ্ঠায় আইটি বিশ্ব অংশে। যুগান্তরের পর এবার সুখবরের খবর ছাপা হল জনপ্রিয় জাতীয় সংবাদপত্র, দৈনিক প্রথম আলো পত্রিকায়। ১৮ আগস্ট প্রথম আলোর ১৭ তম পৃষ্ঠার কম্পিউটার প্রতিদিন অংশে খবরটি ছাপা হয়েছে।

এছাড়াও সুখবরের পূর্নাঙ্গ রিভিউ পূর্বে প্রকাশিত হয়েছে জনপ্রিয় টেকনলজী ব্লগ টেকটিউনস, প্রথম আলো ব্লগ এবং সামহোয়্যার ইন ব্লগে। সুখবরের সাথে থাকার জন্য এবং এর প্রচারে ভূমিকা রাখার জন্য সকল পাঠক পাঠিকাদের অশেষ ধন্যবাদ। সাইটটি ঘুরে দেখার জন্য এবং মন্তব্য ও পরামর্শ দেয়ার জন্য সবাইকে আমন্ত্রন জানাচ্ছি। মন্তব্যের অপেক্ষায় থাকলাম। সুখবরের ফেইসবুক ফ্যানপেইজ ওয়েবসাইট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.