আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ার

ক্রসফায়ার -রুহুল মাহফুজ জয় সমস্ত ঘাস যেদিন দমকা হাওয়ার দাস হয়ে গেল ছায়া-রোদের দৌড়খেলা শিখে মীরা তাকিয়েছিল আমার চোখে সেই থেকে দাগী আসামির মতো ফেরারি আমি কালো জামা গায়ে এখন পথে পথে ঘুরে বেড়ায় মৃত্যু আর আমি শাদা শার্ট পরে লাশের মিছিল ছেড়ে চৌরাস্তার মোড় ঘুরতেই পুরনো বইয়ে ভাঁজপড়া মলাটের মতো তেলচিটে চাহনি নিয়ে নীরিহ ছায়ারাও রূপকথার দৈত্য হয়ে উঠছে ইদানিং – ‘অন্যের প্রেমিকাকে চোখ মারার দায়ে যুবক নিহত’ হবার ভয়ে বরফের চোখ নিয়ে মীরার দিকে তাকিয়েছি ভর দুপুরে একদিন কিডন্যাপড অ্যান্ড ক্রসফায়ার! কী আশ্চর্য, মরার বদলে আমি বাঁচতে শিখে গেলাম! মিরপুর, ভোর ৬ টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।