আমাদের কথা খুঁজে নিন

   

২২ শে শ্রাবণে রবি-স্মরণ

কতোকী করার আছে বাকী... কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুরের "কৃপণ" পাঠ: শিবাশীষ দাশগুপ্ত রবীন্দ্রসঙ্গীত: শুভজিৎ সেনগুপ্ত খুবই তাড়াতাড়ি করে, কোনোরকম প্রস্তুতি ছাড়াই, হঠাৎ করে ২২ শে শ্রাবণে কবিগুরুকে তার সার্ধশতবর্ষে স্মরণ করে, আমাদের অতি ক্ষুদ্র দূর্বল একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র। তাই কিছু অমার্জনীয় ত্রুটির জন্য আমরা অশেষ ক্ষমাপ্রার্থী। ২২ শে শ্রাবণে রবি-স্মরণ পুনশ্চ: আমাদের কবিতা-পাঠ ও গানের background এ কিন্তু ব্যাঙ ও ঝিঁঝিঁপোকার ডাকও record হয়েছে, একটু ভালো করে কান পাতলেই শোনা যাবে।Recording টা রাত্তিরবেলাতে একটা পুকুরের পাশে করা হয়েছিল বলে এই শব্দগুলো এসেছে । (Recorded on 9th August, 2011, Gainesville, USA)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।