আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম আবু হানিফা রহ. এর বিস্ময়কর ধৈর্য এবং অভাবনীয় জ্ঞান

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh ইমাম আবু হানিফা রহ. এর সময়ে সে যুগের আরেকজন অন্যতম আলেম ছিলেন সুফিয়ান সাওরী রহ.। একদিন দুব্যক্তির মাঝে কথোপকথন হচ্ছিল, তাদের মাঝে এ নিয়ে বাদানুবাদ হচ্ছিল যে একজন বলছিল ইমাম আবু হানিফা রহ. যুগ শ্রেষ্ঠ এবং যুগ শ্রেষ্ট ধৈর্যশীল আলেম, তো একজন বললেন ঠিক আছে আমি আজ ইমাম আবু হানিফাকে পরীক্ষা করব..........।

তো লোকটি খোজ নিয়ে ইমাম আবু হানিফা রহ. এর ঘুমের সময় জেনে নিল এবং ইমাম সাহেব যখন ঘুমাতে গেলেন তখন এসে দরজায় কড়া নাড়ল, ভিতর থেকে আওয়াজ এল কে? লোকটি উত্তর দিল হুজুর, আমি মাসআলা জানতে এসেছি....। আবু হানিফা রহ. যখন ঘুম থেকে উঠে এসে দরজা খুললেন তখন লোকটি বলল হযরত! আমি তো মাসআলা জানতে এসেছিলাম তবে এই মুহুর্তে মাসআলাটি ভুলে গেছি, ইমাম আবু হানিফা রহ. বললেন ঠিক আছে যখন মনে পড়বে তখন এসে জিজ্ঞাসা করবেন, এই বলে লোকটি চলে গেল এবং একটু পর আবার এসে দরজায় কড়া নাড়তে লাগল এবং বলল: হুজুর মাসআলাটি আমার মনে পড়েছে, দরজা খুলুন মাসআলাটি আমি আপনাকে বলছি কিন্তু দরজার খোলার পর লোকটি যথারীতি বলল যে, আমি আবারও ভুলে গেছি ইমাম আবু হানিফা রহ. তাকে আগের মত উত্তর দিয়েই বিদায় দিলেন এবং বিন্দুমাত্র ও অসন্তোষ প্রকাশ করলেন না। লোকটি কিছুক্ষণ পর আবার এল এবং তার আচরণের পুনারাবৃত্তি করল অবশেষে চতুর্থবার সে তার প্রশ্নটি করল: প্রশ্নটি হল যে, মানুষের পায়খানা তিতা না মিষ্টি? ইমাম আবু হানিফা রহ. বললেন ভিজা হলে মিস্টি কেননা এতে মাছি বসে আর শুকনো হলে তিতা কেননা এতে মাছি বসে না......। প্রতিটি ক্ষুদ্র বিষয়েও তাদের অগাধ পান্ডিত্য ছিল... সেই লোকটি পরে ইমাম আবু হানিফ রহ. এর পায়ে জড়িয়ে ধরে বলে হযরত! নি:সন্দেহে আপনি যুগের সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এমনটি করেছি, আমার বেয়াদবী ক্ষমা করবেন। আমরা জানি ইমাম আবু হানিফা রহ. ছিলেন হানাফী মাযহাবের ইমাম এবং আর ইমাম শাফেয়ী রহ. ছিলেন শাফেয়ী মাযহাবের ইমাম ইমাম শাফেয়ী রহ. বলেন "ইমাম আবু হানিফা রহ. এর আলোচনা আমার সামনে বেশী বেশী করে বর্ণনা কর কেননা তার জীবন আলোচনা হল মেশকের মত যতই আলোচনা হবে ততই তার সুঘ্রাণ ছড়াবে...।

উম্মতের এ সকল ব্যক্তিবর্গের উপর আল্লাহ রহমত নাজিল করুন, আমীন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.