আমাদের কথা খুঁজে নিন

   

তোমারই নাম লেখে প্রাণের আকাশ

ভুলে গ্যাছো তুমি ? যেতেও পারো, তবু এখনো তোমার নামে বৃষ্টি ঝরে অবিরল ফোঁটায়, তোমার শৈশবের, কৈশোরের মধু জমে ঝিংগে ফুলের বোঁটায়, তোমার যৌবনের বেপরোয়া স্মৃতিভারে এখনো রুদ্ধবাতাস, এখনো আসে, এখনো যায়।কাঁদে,শংখনীল কারাগারে আমারে কাঁদায়। এখনো সজিনা ফুলের গন্ধে মুখর আংগিনা, দোয়েলের লেজ দোলানো চঞ্চলতায়, এখনো সকাল আসে ক্যানভাসের পাতায়। গাঙুরের জলে বেহুলার মুখ, এখনো কিশোরীর আবক্ষ স্নিগ্ধতায় মাখা। তুলসীতলায় মাটির প্রদীপশিখায় প্রার্থনারত তোমার কল্যাণীর হাত,এখনো বুটিদার আচঁলে তোলে নৈবেদ্যের ফুল, এখনো আরতিলগ্নে তোমারই নাম লেখে প্রাণের আকাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।