আমাদের কথা খুঁজে নিন

   

বিশেষ নোটিশঃ এবারের রোজায় আমার ইফতার ও খাবারের মেনু পরিবর্তন প্রসঙ্গে

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d ভোজনরসিক, এই আমি প্রতিবার রোজাতেই ইফতারির পোষ্ট দেই। কে আমাকে দাওয়াত করলো আর কে করলো না আর কার কার দাওয়াত সামনে আছে সেগুলো নিয়ে। আসলে আপনারা সবাই জানেন, আমাকে সব ব্লগার বন্ধুরা দাওয়াত করে সবসময়। আমি তাদের দাওয়াত সাদরে গ্রহন করি।

তাদের বাসায় যাই, খাই, গল্প করি, আমার ভালো লাগে, তাদেরও ভালো লাগে। আমাকে দাওয়াত দিলে আমি আবার ফেলতে পারিনা। বলতে পারেন অনেকটা দয়ার শরীর। তবে এবার এর বেলায় কিছুটা ব্যতিক্রম হচ্ছে। এই যেমন ধরুন, খুব বেছে বেছে দাওয়াত গ্রহন করছি।

কারণ এবার আমি আমার ইফতারের মেনুগুলো অনেক পরিবর্তন করেছি। আর আগের মত ভাজাপোড়া খাইনা। আর পরিমানেও খুব কম। যেমন: একটা খেজুর, একটু শশার সালাদ, পেয়ারা/অমড়ার স্লাইস কয়েকটি, জিলাপী (অপশনাল), কাঁচা ছোলা (পিঁয়াজ/কাচামরিচ দিয়ে মাখানো), আর অর্ধেক গ্লাস শরবত, অর্ধেক গ্লাস পানি। কোন পিঁয়াজু এবং বেগুনী নয়।

এরপর পাঁচ মিনিটের মধ্যে নামাজটা পড়ে নেই। তারপর ভাত খেতে বসি। সেখানেও আছে ভিন্নতা। যেমন: ভাত বড়ো কাপ/ ছোট্ট বাটির একবাটি, যেকোন এক আইটেমের তরকারী (পরিমানে একটু বেশী), আর মিনারাল ওয়াটার। ব্যাস শেষ।

সাতটা বাজার পাঁচ মিনিটের মধ্যে ইফতার, নামাজ ও খাওয়া শেষ। আপনারা হয়ত মনে করতে পারেন, কেন আপনাদের এইমেনু গুলো জানিয়ে দিলাম। কারণ আমি জানি আপনারা অনেকেই আমাকে সামনের রোজা গুলোতে দাওয়াত দিবেন। তাদের জন্য। ধরেন, আপনি দাওয়াত দিলেন কিন্তু আপনার বাসায় গিয়ে দেখলাম যে আমার পছন্দের আইটেমের সাথে মিলছে না।

তখন তো আপনারা একটা বিব্রতকর অবস্থায় পড়েতে পারেন। আরেকটা ব্যাপার, সবাইকে অনুরোধ করি, সবাই কম খান। দেশের সম্পদ বাঁচান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.