আমাদের কথা খুঁজে নিন

   

ছবিটি কোন দূর্ভিক্ষের নয়

আমি পড়তে ভালোবাসি ছবিটি দেখে অবাক হলাম। এটি কি কোন দূর্ভিক্ষের ছবি? নাকি কোন দাবিকৃত সভ্য সামাজের এক সাধারন মানুষের?? হ্যাঁ এটি বাংলাদেশের একটি ভোটাধিকার প্রাপ্ত এক নাগরিকের। যাদেরকে ভোটের সময় খুবই মূল্যায়ন করা হয় শুধুমাত্র মৌখিক তোয়াজের মাধ্যমে আদতে ক্ষমতায় গেলে আর তাদের কথা একেবারেই ভুলে যান আমাদের রাজনৈতিক ভিক্ষুকেরা। ৮৫ বছর বয়সেও যে কিনা কোন রাষ্ট্রিয় ভাতা পায় না তার আর কত বয়স হলে সে রাষ্ট্রিয় ভাতা তথা বয়স্ক ভাতা পাবে ?? প্রশ্ন আমার দেশের ভোট ভিক্ষুকদের কাছে। যারা তার ভোটাধিকার প্রয়োগ করে চাই তারা আদিবাসি, কিংবা সংখ্যালঘু যাই হোকনা কেন রাষ্ট্রীয় নূন্যতম সুবিধাটুকুনকি তার পাবার অধিকার রাখেনা ? ছবিটি আপলোড হচ্ছেনা তাই দুঃখ প্রকাশ করছি ছবিটি ও নিউজ পড়ার জন্য ব্রাউজ করুন http://www.onnbd.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।