আমাদের কথা খুঁজে নিন

   

।। সামান্য এ কথা ।।

বাঙলা কবিতা সমুদ্র অনেক বড়, বিশাল, অতল, অথৈ,পারাবার___ তুলনায় ঝিনুক নস্যি; সামান্য একটা ঢেউ এসে তাকে যদি নিয়ে যেত চির-নিরুদ্দেশে তবে কি আর ঝিনুকের প্রেমিক হতাম আমি? সমুদ্রের অনন্ত আক্রোশ, কোটি কোটি বছরের শত-সহস্র-কোটি ঢেউ তাকে তো সৈকত থেকে পারেনি পৃথক ক'রে দিতে! অবসরে, কোনও একদিন, সামান্য এ কথা নিয়ে কিছুক্ষণ ভেবে দেখবে তুমি? যদি ভাবো, কথা দিচ্ছি__ আজীবন থেকে যাবো কবিতার প্রেমে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।