আমাদের কথা খুঁজে নিন

   

স্বস্তির জয়,হারারেকে হারানোর জয়

i`m what i`m. একটা টেস্ট জয় সাভার ট্র্যাজেডিকে ঢেকে দেয়ার মত যথেষ্ঠ ঘটনা নয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সামনের দিনগুলোর কথা চিন্তা করলে, এই জয় বড় দরকার ছিল। চার বছর পর প্রথম টেস্ট জয়। ১৩ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ। অধিনায়ক হিসেবে মুশফিকের প্রথম।

বাসার,মাশরাফি,সাকিবের সঙ্গে টেস্ট জয়ী অধিনায়কে তার সংখ্যাও চারে! ম্যাচ সেরাও তিনি। সিরিজ সেরা রবিউল। যার টানা বোলিং দেখে মুগ্ধ স্বয়ং জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরও। দলীয় সংহতির প্রাপ্তি এই টেস্ট সিরিজ ড্র। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা দল বেঁধে দু ইনিংসে না ডুবলে হয়তো সিরিজটাও জিততে পারতো বাংলাদেশ।

হারারেতে বারবার হারার দু:স্মৃতিকে পেছনে ফেলার জন্য এই জয় বড় দরকারী ছিল। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের এই স্মৃতিটা বাঁধাই করে রাখার মত। কিন্তু পরিসংখ্যান বলছে, এ সময়ের মধ্যে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ক্রিকেটাররাও নিজেদের টেস্ট সামর্থ্যের প্রকাশ ঘটাতে ব্যর্থ। সামনে তো সিরিজ আর নেইও।

মাঝের সময়টা ওয়নাডে এবং টি টোয়েন্টিতে সময় কাটানো বাংলাদেশের জন্য এখন বড় পরীক্ষায় এই টেস্ট জয়ের টেম্পোটা ধরে রাখার। কিন্তু সূচীতে তো আপাতত কেউ বাংলাদেশকে নিয়ে টেস্ট খেলতে চাইছে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।