আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত নেতা তাহের গ্রেপ্তার

বাংলা আমার দেশ কাবেরী মৈত্রেয় : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে জামিনের জন্য ঢাকা জর্জ কোর্টে হাজিরা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তাহেরকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। বিবৃতিতে বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মাদ তাহেরকে সরকার রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্যই গ্রেপ্তার করেছে। এতে আরো বলা হয়, এ ঘটনায় সরকারের ফ্যাসিবাদী চরিত্র নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার আইনকে তার নিজস্ব গতিতে চলতে না দিয়ে ন্যায়বিচারের পথ রুদ্ধ করছে। সরকারের এ স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আজহারুল ইসলাম। অবিলম্বে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মাদ তাহেরের মুক্তি দাবি করে তিনি এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় । আরটিএনএনতিনি এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় । আরটিএনএন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.