আমাদের কথা খুঁজে নিন

   

সাহারা খাতুন কে সরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া ছিল শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত ।

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.। সাহারা খাতুন কে সরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া ছিল শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত । ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামীলীগ সরকার।

তখন থেকে এই পর্যন্ত দেশের কি পরিস্থিতি সেটি আমার বিশ্লেষন না করলেও চলবে। প্রত্যকেই বলতে পারবে। আমি আজকে বলবো কি মনে করে বা কি চিন্তা করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহারা খাতুন ওরফে কাজের বুয়া কে কেন দিয়েছে সরাষ্ট্রমন্ত্রী। একটি বিশেষ সূত্রে জানতে পারলাম অনেক দিন ধরে সাহারা আপা তার সাথে আছে। যখন হাসিনা আপা চিন্তা করতে ছিল কাকে কোন মন্ত্রীত্ব দেওয়া যায় তখন তার মনে হল এমন একজন কে দরকার যার কিনা বিন্দুমাত্র লজ্জা নাই।

খবরের কাগজ সকালে পরে না। কোন টেলিভিশন এ খবর দেখে না। আর যখন সাক্ষাতকার দিবে চোখ কান বন্ধ করে সাক্ষাতকার দিবে। এরপর প্রধানমন্ত্রী দলের ভিতর এ নিয়ে আলোচনা শুরু করলো । সে আলোচনার পরিপ্রেক্ষিতে উঠে আসলো দলের মধ্যে সবচেয়ে নির্লজ্জ- মূর্খ হচ্ছে সাহারা আপা।

তিনি সিদ্ধান্ত নিল উনি একজন মহিলাকে সরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে উদাহরন সৃষ্টি করবেন। উনি জানতেন যে আইন শৃঙ্খলার অবনতি সবসময়ই ঘটবে এমন অবস্থায় তার এমন একজন নির্লজ্জ মানুষ দরকার যে কিনা সভায় খুব সুন্দর করে বলে আসতে পারবে " আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোন সময়ের থেকে ভালো " অতএব উপোরক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে সাহারা খাতুন কে সরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া ছিল শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত । ( প্রমানিত ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.