আমাদের কথা খুঁজে নিন

   

আহালান সাহালান মাহে রামাদান এবং এটা নিয়া একটা প্রশ্ন

আধা-নরমাল জগতের বসবাসকারী পরজীবি আজীব জীব আগেই বলে নিই আমি নাস্তিক প্রজাতির কেউ না। শুধুমাত্র জানার জন্য জ্ঞাণীদের সামনে একটা প্রশ্ন রাখলাম। প্রশ্নটা একটু বিশ্লেষন করলে বুঝতে সুবিধা হবে। রোজা হইল এক প্রকারের প্রোগ্রাম যেখানে একজন লোক সারাদিন রোজা রাখার জন্য সুবহি সাদিকের পূর্বে সাহেরি খেয়ে নেয়। ফাদ্‌রের আজান পরার পরই খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন উপোষ থাকে এবং মাগরিবের আজানের সাথে সাথে ইফতারির মাধ্যমে রোজাটি সম্পন্ন করে।

এখন প্রশ্নটা উদয়ের পিছনে কারণ হল, আমি সারাদিন বাসায় পইড়া থাকি। আমার কোনো কাম নাই। তাই এতদিন রাখা রোজাগুলা আমার কিছুই মনে হয় নাই। আজকে একটু বড় ধরণের পরিশ্রম করে ফেলছি দুপুরের দিকে ঘরে ফার্নিচেয়ার টানাটানি করে। সামান্য টানাটানি শেষ করার পর হঠাত আমার পানির পিপাসা লাগল।

আস্তে আস্তে জিনিসটা বাড়তেই থাকল। তারপর আমি ঘুমায়ে গেলাম, কারণ জেগে থাকলে রোজাটা ভেঙ্গে ফেলার সম্ভাবনা ছিল। এখন প্রশ্নটা হল, একটা লোক যে শুধু মাত্র বাসায় বসে থাকে এবং অন্য একটা লোক যে রোদের মধ্যে রাস্তার মাটি কাটে, এই দুই প্রকারের লোকদের জন্যই রোজার বিধান এক। সারাদিন না খেয়ে থাকতে হবে। এইটা কতটুক যুক্তিযুক্ত ব্যাপার? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.