আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকাকেও ইসরায়েলের কাছ থেকে বুলেট কিনতে হয়েছিলো

খবরটা বহু পুরোনো। আমেরিকার লেজিস্লেটিভ ব্রান্চের অধীনে একটা অফিস আছে যার নাম Government Accountability Office (GAO)। এটাকে সাধারণভাবে সরকারের General Accounting Office বলা হয়। (GAO সম্পর্কে উইকিপিডিয়ার লিংক) ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর The Independent এই GAO'র বরাত দিয়ে এক রিপোর্ট দিয়েছিলো যা সরকারকে বেশ বিব্রত করে। The Independant (25th Sept. 2005) তথ্যটি রীতিমত চাঞ্চল্যকর - আমেরিকার বীর পুঙ্গবেরা ইরাক আর আফগানিস্তানে এত বুলেট খরচ করেছে যে আমেরিকাকে তার প্রভু ইসরায়েলের কাছ থেকে বুলেট নিতে হয়েছিলো।

(চিন্তা করে দেখুন, তাহলে ইসরায়েল কত বুলেট তৈরী করে?) (গ্লোবাল সিকিউরিটির লিংক) (গ্লোবাল সিকিউরিটির লিংক) ইরাকে মার্কিন সৈন্যদলের প্রাক্তন প্রধান জেনারেল টমি ফ্র্যাংকস গর্ব করে বলতেন তার সৈন্যরা মেরে ফেলা শরীর গোণে না। কিন্তু মেজর জেনারেল রিক লিনচ, মার্কিন সমর মুখপাত্র বুক ফুলিয়ে দাবী করেছিলেন ইরাকে তার সৈন্যদলের বিশাল সফলতা, based on body counts। কিন্তু সমস্যা করলো GAO। তারা দেখালো যে মাত্র একজন ইরাকী বা আফগানকে মারতে আমেরিকার দুর্ধর্ষ যোদ্ধারা গড়ে প্রায় আড়াই লাখ গুলি খরচ করেছে। বছরে প্রায় ১.৮ বিলিয়ন রাউন্ড গুলি দরকার পড়ছে।

২০০২ থেকে ২০০৫ পর্যন্ত প্রায় ছয় বিলিয়ান রাউন্ড গুলি খরচ হয়েছে। এত গুলির যোগান দিয়েছে দু'টি প্রতিষ্ঠান, একটি সেই বিখ্যাত উইনচেস্টার রাইফেল তৈরীর কোম্পানি, আরেকটি এক ইসরায়েলি কোম্পানি। একজন ইরাকীকে মারতে আড়াই লাখ গুলি! বীর বটে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.