আমাদের কথা খুঁজে নিন

   

বিকালো না মনরোর "ভিডিও"

তাশফী মাহমুদ হলিউডের আবেদনময়ী অভিনয়শিল্পী মেরিলিন মনরোর অপরিণত বয়সের একটি 'যৌনচিত্র' নিলামে বিকোয় নি। ৮ মিলিমিটারে ধারণকৃত ৬ মিনিটের সাদা-কালো ওই চলচ্চিত্রটির জন্য ২ লাখ ৯৩ হাজার পাউন্ড হাঁকা হয়। আর্জেন্টিনার মাইকেল বার্সা মনরোর এই 'যৌন চলচ্চিত্র'টির সংগ্রাহক বলে বিবিসি জানায়। বার্সা দাবি করেন, নোর্মা জেন বাকের ১৯৪৬ কিংবা ১৯৪৭ সালে চলচ্চিত্রের মায়াবী জগতে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে দেহ বিনিময় করছিলেন। ওই সময় জেন বাকের ছিলেন অত্যন্ত দরিদ্র।

নোর্মা জেন বাকেরই পরবর্তী সময়ে মেরিলিন মনরো নামে বিখ্যাত হন। অবশ্য মনরোর সম্পদ তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ন্যান্সি কার্লসন এই চলচ্চিত্রকে 'ঠকানোর প্রচেষ্টা' বলে আখ্যায়িত করেছে। তারা দাবি করেছে, চলচ্চিত্রটিতে যে নারীকে দেখা যায় তার চেহারা এমন কি মনরোর সাথেও মেলে না। নিলাম ডাককারী বার্সা জানিয়েছেন, চলচ্চিত্রটি না বিকোনোতে অবাক হওয়ার কিছু নেই। তিনি বলেন, "ন্যান্সি কার্লসনের সা¤প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এর জন্য ভালোকিছু বয়ে আনার কথা নয়।

" তবে যুক্তরাষ্ট্রের একজন অজ্ঞাত একজন ক্রেতার সাথে তার যোগাযোগ হয়েছে যিনি প্রকৃতমূল্যের চেয়ে অনেক কম দামে এটি কিনতে চাইছেন। এটি বিক্রি করলে বার্সার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারির বিষয়টি বার্সার আইনজীবী পর্যালোচনা করছেন বলেও তিনি জানান। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।