আমাদের কথা খুঁজে নিন

   

হট্টগোলের মধ্যেই নিজের চেয়ারে বসেই দিব্যি ঘুমিয়ে পড়লেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। গমগম করছে সংলাপ এলাকা। বিভিন্ন ইস্যুতে মুখর আওয়ামী লীগ নেতারা। কম যান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটি এম শামসুল হুদাসহ ইসি কর্মতারাও। এই হই হট্টগোলের মধ্যেই নিজের চেয়ারে বসেই দিব্যি ঘুমিয়ে পড়লেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

ইসিতে এমনই দৃশ্য দেখা গেলো রোববার। একদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটি এম শামসুল হুদাসহ নির্বাচন কমিশন কর্মতারা, অন্যদিকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আব্দুল মুহিত প্রমুখ। ইসির কাছে একের পর এক প্রশ্ন ছুড়ছেন তারা। কিন্তু এসবের কিছুই যেন কানে যাচ্ছে না এক সময়ের রাজপথের তুখোড় নেত্রী মতিয়ার। প্রথমে তার দু`চোখ ঢুলুঢুলু করছিল ঘুমে।

এক সময় ঘুমিয়ে পড়লেন পুরোপুরি। ঘুমে ঢলে দফায় দফায় চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো তার। তার এ অবস্থা দেখে সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে কানাঘুষা চলতে থাকলো। সংলাপ কভার করতে আসা সংবাদকর্মীরা হাসতে থাকলেন মুখ টিপে। এমনকি হাসি চাপতে দেখা গেলো সংলাপে উপস্থিত ইসি কর্মকর্তা-কর্মচারীদেরও।

সতর্কভাবে কৃষিমন্ত্রীর ঘুমদৃশ্য ফ্রেমবন্দি করতে দেখা গেলো টিভি ক্রুদের। সংলাপে অংশ নেওয়া ১৮ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে কৃষিমন্ত্রীকে যেনো সবচে’ কাহিল মনে হচ্ছিলো। যেনো তার চোখে ভর করেছে দুনিয়ার সকল ক্লান্তি। ref : banglanews ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।