আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুরে তুই কোথায় গেলি

বন্ধুরে তুই কোথায় গেলি পারবি নারে পারবিনা ভুলতে আমায় পারবিনা, যত দূরেই যাসনে কেন ছিঁড়তে বাঁধন পারবিনা। গলায় গলায় ভাবখানি ঘর পালানোর হাতছানি, ভর দুপুরে তাল পুকুরে কে দেবে আর ডুবখানি? গোল্লাছুটের দিনগুলি লুকিয়ে খেলা ডাংগুলি, পাখীর বাসায় চুপি চুপি ধরতে যাওয়া বুলবুলি। গুলতি মেরে হাত নিশানা গাঁয়ের বধুর কলসি কানা, পিছন ফিরে দেখলেই কী! কার সাহস দেয় ঠিকানা! মোল্লা চাচার বাগান বাড়ি খেজুর গাছে রসের হাঁড়ি, ভোর না হতেই দফা-রফা অমন রস পেলে কী ছাড়ি? ফিরলে বাড়ি মায়ের বকা বাবা থাকলে নিষেধ ঢোকা, ঢেঁকির ঘরে ঘাপটি মেরে মাদুর পেতে ঘুমিয়ে থাকা। তাইতো বলি ফিরবেনা আর সেই সে সোনার দিনগুলি, তুই যে আমার বন্ধু ছিলি একলা ফেলে কোথায় গেলি? (কালপুরুষ ব্লগে পূর্ব প্রকাশিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।