আমাদের কথা খুঁজে নিন

   

কখন মনে হয়... খুন কইরা ফেলি :@

মেহেদী হাসান খান আমরা বাঙালিরা নিরীহ, শান্তিপ্রিয় জাতি হিসেবেই বিশ্বে সুপরিচিত, কিন্তু মাঝে মধ্যে আমাদের মনে ও খুন করার তীব্র বাসনা মাথা চারা দিয়া উঠে। নিম্নে এরকম কয়েকটি ঘটনা তুলে ধরা হল... ১। অনেক আশা নিয়ে টিকেট কেটে আপনি গেলেন কোনও স্টেজ শো দেখতে। গিয়ে দেখলেন বসার মত কোনও সিট খালি নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছেন কিন্তু অনুষ্ঠান শুরু হবার নাম গন্ধ নেই... অবশেষে অনুষ্ঠান শুরু হবার পর জানতে পারলেন, এখন সংগীত পরিবেশন করবেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী, বাংলার শাকিরা...ইভা রহমান।

যাই হোক তারপরেও কানে আঙ্গুল চেপে, রুমাল গুজে অনেক কষ্টে ইভা আপুর পুরো গান তা পার করার পর যখন আপনি একটু সস্তির নিঃশ্বাস ফেলবেন বলে ভাবলেন, ঠিক তখনই আপনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা যদি চিৎকার করে বলে ওঠে... Once MORE! Once More! তখন মন ডা কয়...:@ ২। অনেক দিন পর বাসা খালি পেয়ে ভাবলেন গার্ল ফ্রেন্ড কে নিয়ে চুটিয়ে আড্ডা দিবেন, সুখ-দুঃখের গল্প করবেন, কিছু... থাক আর নাই বললাম। আপনার গার্ল ফ্রেন্ড এর পছন্দের খাবার, প্রয়োজনীয় আরও কিছু সরঞ্জাম সব কিনে আনলেন। কিন্তু যার জন্য এত কিছু তার খবর নাই। ফোনের পর ফোন দিচ্ছেন কোনও সাড়া শব্দ নাই।

প্রায় ২ ঘণ্টা চেষ্টা করার পর আপনার গার্ল ফ্রেন্ডের কাছ থেকে ১ টা message পেলেন যাতে লেখাঃ " আমার মন টা খুব খারাপ। আজ সকালে আমার বান্ধবী মিলির বিড়াল ছানাটার পা ভেঙ্গে গেছে। আমার খুব কান্না পাচ্ছে। আসতে পারব না সরি । " ৩।

সারাদিন ক্লাস করে ক্লান্ত দেহে বাসায় ফিরে যখন ১ টু চোখ বুঝলেন ঠিক তখনই দরজায় ধাক্কা। ভাইজান খালুজান আপনারে ডাকে । কোনও রকমে উঠে ড্রইং রুমে গিয়ে যখন দেখলেন সেখানে আপনার বাবার সাথে তাবলিকের লোকজন বসা. তখন আপনার ও ইচ্ছা করতে পারে... ৪। ৩ ঘণ্টা IPO.r লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে ঠিক সামনে এসে যখন শুনলেন ...আজকে আর টাকা জমা নেওয়া হবে না... ৫। খেলায় টান টান উত্তেজনা ৬ বলে ১০রান দরকার।

কি হবে, কি হবে, উত্তেজনায় আপনি নিশ্বাস বন্ধ করে বসে আছেন ঠিক এমন সময় ঠুস করে কারেন্ট চলে গেলে... ৬। কষ্ট কইরা কোনও গল্প লিখে পোস্ট করার পর যখন দেখি কোনও like নাই! উল্টো ১ জন কমেন্ট লিখছে..." এইটা কোন জায়গা থিকা কপি মাইরা পোস্ট দিছেন" । তখন আমার ও মন ডা চায় খুন কইরা ফেলি :@ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।