আমাদের কথা খুঁজে নিন

   

যদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় মওদুদের ৪টি প্রস্তাব

বাংলা আমার দেশ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া গ্রহণযোগ্যতার বিষয়ে ৪টি প্রস্তাব দিয়েছেন বিএনপির স্থায়ীকমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল বিকালে হোটেল পূর্বানীতে নাগরিক ফোরাম আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা’ বিষয়ক সেমিনারে মওদুদ আহমদের দেওয়া ৪টি প্রস্তাব হচ্ছে- প্রথমত, আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ (২০০৯ সালে সংশোধিত); এটা সংবিধান সম্মত না। এটাকে গ্রহণযোগ্য করতে হবে। দ্বিতীয়ত, ট্রাইবুনালের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে ও এ প্রতিষ্ঠানকে নতুন করে গঠন করতে হবে। তৃতীয়ত, দেশের প্রচলিত আইনকেই অনুসরণ করতে হবে। চতুর্থত, যাদেরকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জামিনের ব্যবস্থা করতে হবে। মওদুদ বলেন, আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই। তবে বর্তমান সরকারের নিয়ত খারাপ। এ সরকার নাম দিয়েছে যুদ্ধাপরাধের বিচার কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.