আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমাশীল রাষ্ট্রপতি!

একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। আমাদের রাষ্ট্রপতি দয়ার সাগর। ভাবতে ভালই লাগে। রাষ্ট্রপতিকে নাকি ভিক্টিমের স্ত্রী একটি মর্মস্পর্শী চিঠি লিখেছেন। তাতে নাকি রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে, যেন তিনি খুনীকে ক্ষমা করে না দেন।

কিন্তু তা কখনই হবার নয়। আমাদের রাষ্ট্রপতি হলেন ক্ষমার কড়াই। এ থেকে শুধু ক্ষমার মত মহানুভব কার্যই সম্পাদিত হতে পারে। ধরে নিলাম, যিনি খুনী তিনি আসলে খুনি নন। তিনি হলেন রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।

যদি তাই হবে, তাহলে তার আবালরা (ক্যাডাররা) কেন সশস্ত্র মহরা দিয়ে বেড়াচ্ছে এলাকায়? সত্যি বড় আজব এক দেশে আমরা বসবাস করছি। এই রাষ্ট্রপতি যতদিন থাকেন, ভাবছি ততদিনের মধ্যে নিজের সব থেকে বড় চক্ষুশূলকে হত্যা করব। কারণ ক্ষমা অনিবার্য। কিন্তু সমস্যা হলো নিজের সব থেকে বড় চক্ষুশূল এখন আপাতত জিল্লুর রহমান নামক এক বুড়া, যিনি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাহাকেই যদি মারিয়া ফেলাই, তাহা হইলে ক্ষমা করিবে কে? এই প্রশ্নের উত্তর কারও জানা থাকিলে উত্তর দিয়ে বাধিত করিবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।