আমাদের কথা খুঁজে নিন

   

বরকতের দিনে উত্তম হালাল খাবার গ্রহন জান্নাতের সুখবর দেয় ।ইসলামের সত্য বানী সত্য

ইসলামের সত্য বানী ****** হালাল খাও হারাম থেকে বাঁচ , ইসলামের সত্য বানী । । *************পরিবেশ বন্ধু রহমতের ১০ দিন চলে গেল । এবার বরকতের দিন এল বরকত হল আল্লাহর ক্ষুত্রতি নেয়ামত গাছে গাছে শস্য আর ফল আকাশ , বাতাস , হাওয়া আর জল সবি বান্ধার জন্য আল্লাহর নেয়ামত ও বরকত মানুষের তিল পরিমাণ সাধ্য নেই যে সামান্য পরিমান খাদ্য সে তৈরি করে এসব খাদ্য আল্লাহর নাম নিয়ে তার শোক্রিয়া আদায় করে ভক্ষন করতে হয় । বিসমিল্লাহি আলা বারকাতুল্লাহ হে আল্লাহ তোমার বরকত ও নেয়ামত এর শোক্রিয়া জানাই ।

। নবীজী বলেন , হে আমার প্রিয় উম্মত গন হালাল খাদ্য খাও এবং হারাম থেকে দূরে থাক । তিল পরিমান খাদ্যর মধ্য যদি আল্লাহর নেয়ামত ও বরকত মিশ্রিত থাকে , সেই ব্যাক্তি অবশ্যই বরকত ময় খাদ্য গ্রহনের জন্য বেহেস্তি । । একদিন খলিফা আমিরুল মোমেনিন আবু বকর রা বসে আছে মদিনার মসজিদে , এক ভক্ত এসে কিছু খাবার তিনির নিকট দিয়ে বললেন হুজুর এটা আপনার জন্য , আবু বকর রা তা গ্রহন করলেন এবং ক্ষুদার তাড়নায় তা খেয়ে ফেললেন , এবার তার পেটে বিস্তর বেদনা দেখা দিল , আবুবকর রা লোকটিকে প্রশ্ন করলেন এই সব খাবার কি হালাল রোজগার , লোকটি বললেন না , আমি সুদের ব্যাবসা করতাম , সেই সুবাদে এই খাবার তার নিকট থেকে আনা ।

আবুবকর রা , মুখে আঙ্গুল ডুকিয়ে পেটের সমস্ত খাবার বুমি করে বের করে নিলেন এবং বললেন দূর হয়ে যা আমার সম্মুখ থেকে হারাম খাদ্যর জন্যই আমার পেটে পিড়া দেখা দিল । । লোকটি তৎক্ষণাৎ তওবা করে নিল এবং অঙ্গিকার করল আর কোন দিন সে সুদ ঘুষের পয়সা দিয়ে হারাম খাবার খাবেনা এবং ইসলাম বহির্ভূত জন্তু জানোয়ার এর খাবার খাবেনা । । হালাল রিজিক ভক্ষন করা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও বরকত ।

। আল হাদিস ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।