আমাদের কথা খুঁজে নিন

   

টয়লেটের সংখ্যা কমিয়ে ফেললে দ্রব্যমূল্য কমে যাবে – বাণিজ্যমন্ত্রী

কাছিম চরিত্র ধারন করিয়াছি.......... দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনা এবং ভেজাল নিরোধে সরকার বারবার আন্তরিকতার প্রমাণ দিচ্ছে। কিছুদিন আগে দ্রব্যের মূল্য কমাতে কষ্ট হলেও অন্তত একদিন টয়লেটে না যাওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছিলেন, “ব্যবসায়ী মহল যদি দ্রব্যের দাম না কমায় আমরা একদিন টয়লেটে যাব না। আমরা টয়লেটে না গেলে ক্ষুধা লাগবে না। ক্ষুধা না লাগলে বাজার করতে হবে না।

বাজারে না গেলে ওদের মুনাফায় টান পড়বে। ফলে ব্যবসায়ীরা দাম কমাতে বাধ্য হবে বলে আমি মনে করি। ” মন্ত্রী বলেন, সরাসরি ব্যবসায়ীদেরকে চাপ প্রয়োগ করা যায় না। ওরা বেশ শক্তিশালী। টয়লেটে না গেলে আমাদের তলপেটে চাপ পড়বে, সে চাপ পরবর্তীতে ব্যবসায়ী মহলে ডাইভার্ট করে দেয়া যাবে।

এবার সরকারের এহেন প্রশংসনীয় উদ্যোগে এগিয়ে আসলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। জাতীয় প্রেসক্লাবে ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে আনতে দেশের টয়লেট কমিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন। মন্ত্রী ফারুক খান বলেন, “দেশে জনগণের তুলনায় টয়লেটের সংখ্যা বেশি হওয়ার কারণে দেশের মানুষ কেবল খায় আর হাগে। হাগার সুযোগ কমিয়ে দিলেই দ্রব্যমূল্যের চাহিদা কমে যাবে। তখন ভোগ্যপণ্য ব্যবসায়ীরা অল্প দামে পণ্য বিক্রয় করতে বাধ্য হবে।

” অর্থমন্ত্রীর পক্ষ থেকে টয়লেটে কম যাবার উপদেশের পরপরই আপনি কেন টয়লেটের সংখ্যা কমিয়ে দেয়ার প্রতি জোর দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেণ, “আমাদের হাতে সময় অনেক কম। ভেবেছিলাম অর্থমন্ত্রীর অনুরোধের পর দেশের মানুষ টয়লেটে যাওয়া কমিয়ে দেবে। কিন্তু বাঙালির খাসলত কখনো বদলাবে বলে মনে হয় না। তাই এখন টয়লেটের সংখ্যা কমিয়ে ফেলা ছাড়া আর কোন উপায় নেই। ” ভেজাল মিশ্রিত পণ্য এবং বিশেষ করে ফরমালিন মিশ্রিত খাবার নিয়ন্ত্রনেও বেশ কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার।

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, “দেশের মানুষ বোকা বলেই ফরমালিন মিশ্রিত পণ্যের এতো প্রচলন। মানুষ যদি কেবল ফরমালিন খাওয়ার অভ্যাস করতে পারে, তাহলে ফরমালিন মিশ্রিত খাবার আর বিক্রি হবে না। ফরমালিনও খাবে, আবার এর সাথে খাবারও খাবে, তাহলেতো খাবারের দাম বাড়বেই। ” পরে মন্ত্রী সবাইকে এখন থেকে কেবল ফরমালিন খাওয়ার অনুরোধ করেন এবং নিজ উদ্যোগে দেশের ল্যাট্টিন শ্রেনীর টয়লেট এবং পায়খানা শ্রেনীর টয়লেটগুলো ধ্বংস করার অভিযানে নামার আহবান জানান। (দৈনিক মগবাজার) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।