আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়িক রাজনীতি

বেক্কলের মতো তাকায় আছি.....................। আমি সাজিয়ে লিখতে পারিনা এবং বলতেও পারিনা । তাই এতদিন কিছু বলিনি লিখিওনি । কিন্তু আর কত চুপ থাকবো? আমি ভোটার হইনি, আসলে হতে পারিনি । আমি কাকে ভোট দিবো? তাদেরকে যারা স্বাধীনতা নিয়ে ব্যবসা করে নাকি ওদের যারা ধর্ম নিয়ে ব্যবসা করে । এই আমার গণতন্ত্র ? দেশের আগে দলের চিন্তা । আরে ভাই ভোট দিয়ে কেন বসাইসে আপনারে? আমি আমার ১৯ বছরের জীবনে যা দেখলাম তা হল । " এদেশে রাজনীতির নামে কয়েকটা দল ব্যবসা করছে , আমরা জনগন একবার এর পণ্য আরেকবার ওর পণ্য ভোগ করছি "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।