আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাকি কাপুরুষ হতে চলেছে নাকি নোংড়া রাজনিতীর ছোয়ায় তরুন মনে পচন ধরেছে?

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি। বাংলাদেশের ইতিহাসে যদি প্রতিবাদী ভাষার এক সঙ্ঘবদ্ধ নাম এর কথা বলতে হয় তখন সবার প্রথমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। যখনই কোন অন্যায় অবিচার কিংবা সৈরস্বাসকের হুঙ্কার শুনি তখনই তার পালটা হুকার শোনা যায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুখে। কামান গোলা ট্যাঙ্ক কোন শক্তিই দমাতে পারেনা এই হুঙ্কারকে। কিন্তু তাদের সম্প্রতিক দুইটি ঘটনা আমাকে খুব অবাক করে ঘটনা ১ঃ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক ছাত্র পরিবহ শ্রমিক দের হাত নিহত। সেই লাশ এর জানাযা তো বিশ্ব বিদ্যালয়ে হলনা বড়ং গোপনে লাশ তার গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেওয়া হল। তার সহপাঠিরা তার লাশ পর্যন্ত দেখতে পেলনা। ঘটনা ২ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কাদেরকে বিনা অপরাধে ধরে এনে ডাকাতির মামলায় ফাসিয়ে দেওয়া হল। তাকে মিথ্যা স্বীকারোক্তী দেবার জন্য বর্বর কায়াদায় চাপাতি দিয়ে কুপিয়ে পা যখম করা হল অথচ এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই ভাষা আমি শুনতে পেলাম না। কি এমন পরিবর্তন ঘটল যে কারনে আমরা সেই আগুন ঝরা প্রতিবাদি ভাষা আর শুনতে পাচ্ছিনা, কেউ কি জবাব দিবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.