আমাদের কথা খুঁজে নিন

   

মক্কার সময়ানুযায়ী মেরু নিকটবর্তী দেশ গুলিতে মাগরিবের কয়েক ঘন্টা আগেই ইফতার করা যাবে!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আমরা জানি পৃথিবীর দুই মেরুতে পালা করে ৬ মাস দিন ও ৬ মাস রাত থাকে। আর এর কিছু দূরের বলয়ের দেশ গুলিতে গ্রীষ্মকালে দিন হয় দীর্ঘ(১৮-১৯ ঘন্টা) এবং রাত (৬-৫) ঘন্টা। আর শীতকালে ঠিক বিপরীত। তাই গ্রীষ্মে ঐ সমস্ত দেশে বসবাসরত মুসলমানদের রোজার মাস আসলে রোজা রাখা, ইফতার, তারাবীহ এবং সেহেরী করা প্রচন্ড ধকল পোহাতে হয়। মজার কথা হল ইসলামে যেহেতু চন্দ্র বর্ষ(Luna Year) অনুসরণ করা হয় তাই বর্তমান যূগে আন্তর্জাতিক তারিখ রেখাকে আদর্শ ধরা হত তাহলে আমেরিকা ও কানাডায় পবিত্র রমজান সহ অন্যান্য আরবী মাস আগে শুরু হত।

কিন্তু বাস্তবে তা হয় না। সৌদি আরবের পশ্চিমে বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকা সৌদিতে চাঁদ দেখা গেলেই একই দিনে রোজা শুরু করে অথচ চাঁদ সেখানে আগেই দেখা দেয়! এই সমস্ত উত্তর মেরু নিকটবর্তী দেশের মুসলমানদের জন্য মক্কার সময়ই আদর্শ। আর একটি সুবিধা হল সৌদির পশ্চিমে হওয়ায় দিন ও রাত পরে হয় সূর্যাদয় ও অস্তের জন্য। তাই সৌদিতে রাত ৮টায় চাঁদ দেখা গেলেও পশ্চিমের অনেক দেশেই বিকাল থাকে। তাই চন্দ্র আগে উদয় হওয়া সত্ত্বেও যখন মক্কাই যখন আদর্শ তাই এই যুক্তিতে মিশরের কায়োরর আল-আজহার বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ সান্ত পরামর্শ দিয়েছেন গ্রীষ্মে সৌদির নাগরিকগণ ১ মাস যে যে দিন যত ঘন্টা(১৩-১৪) ঘন্টা রোজা রাখে ফজর হতে মাগরিব তা ইউরোপ এবং উত্তর আমেরিকা সহ মেরু দ্বয়ের নিকটবর্তী দেশ সমূহের মুসলমান গণও একই দৈর্ঘ্যের রোজা রাখতে পারবেন।

তাতে মাগরিবের কয়েকঘন্টা আগে হৌক না কেন। বর্তমানে আমি বৃটেনে আছি এখানে সেহেরী(রাত ৩:৩০-৪:৩৩) এবং মাগরিব তথা ইফতার(সন্ধ্যা ৯:১৫-৮:১৪)। অর্থাৎ রোজার দৈর্ঘ্য ১৮-১৭ ঘন্টা। তাই কারো পক্ষে ১৮ ঘন্টা রোজা রাখা সম্ভব না হলে সে সৌদির সময়ানুযায়ী রোজা রাখতে পারবে। সেক্ষেত্রে ইফতার ৫:৩০-৬:৩০ মোট ১৪ ঘন্টা রোজা থাকলেও চলবে।

বৃটেনের ইষ্ট লন্ডন মসজিদ সহ বহু মসজিদে এই রমজানের পূর্বে এবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে বলা হয়েছে কেউ যদি ১৮ ঘন্টা রোজা থাকতে সমর্থ্য হয় ভাল কথা, তাই বলে সে যেন অন্য যে মুসলমান ১৪ ঘন্টা রোজা রাখে তাকে যেন বাধা না দেয়। এই প্রসঙ্গে সুরা বাকারার ১৮৫ নং আয়াতের উপমা টানা হয় যে আল্লাহ মুসলমানদের রোজার জন্য সহজ ব্যাবস্থা চান কোন ক্লেশ কামনা করেন না। ১৮ ঘন্টা রোজা রাখা অনেকের জন্যই দূর্বিষহ অবস্থা হয় যেখানে ঐ একই সময় ১৪ ঘন্টা রোজা রাখলে সে তারাবী, সেহেরী আরো ভাল ভাবে শরীরে বেশী শক্তি নিয়ে করতে পারবে। এ প্রসঙ্গে নেটে অনেক ঘেটেও কিছু পেলাম না তার কারণ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখনও সম্পূর্ণ আরবীতে; http://www.azhar.edu.eg যার ইংরেজী ভার্সণ নির্মাণাধীন; http://www.azhar.edu.eg/En/index.htm কারো মনে সন্দেহ থাকলে নিম্নে ই-মেইল করতে পারেন; আর ফেসবুকে একটি গ্রুপ আছে Makkah Time a new alternative for GMT Click This Link যাতে ইসলামের তথা আরবী মাস সহ বিভিন্ন বিষয় কিভাবে সারা বিশ্বের মুসলমানগণ পালন করবে তা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়েছে।

বিঃদ্রঃ এটা নাস্তিক-আস্তিক ক্যাচাল নয়! সম্পূর্ণ মুসলমানদের নিজস্ব বিষয়, ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.