আমাদের কথা খুঁজে নিন

   

আরামবাগের সামনে আশার আলো

শনিবার লিগ কমিটির সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া আরামবাগকে পেশাদার লিগে রেখে দেয়ার পক্ষে মত দিয়েছে পেশাদার লিগ কমিটি। তবে বাফুফের নির্বাহী কমিটিকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।” এই সভায় ফুটবল-বর্ষপঞ্জি নিয়ে আলোচনা হলেও তা চূড়ান্ত হয়নি। পরবর্তী নির্বাহী সভায় ফুটবল-সূচি চূড়ান্ত হতে পারে। আগামী সোমবার নির্বাহী সভা হওয়ার কথা। সভায় প্রিমিয়ার লিগের খেলাগুলো নিরপেক্ষ ভেনুতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক জানান, “ক্লাবগুলোর প্রতিনিধিরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে সম্মত হয়েছেন। এর ফলে খরচ বেড়ে যাবে বলে বাফুফের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছেন ক্লাব প্রতিনিধিরা।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।